আমরা সবাই জানি যখন আমরা কাউকে কোন মেসেজ পাঠাই সেটা যাকে পাঠিয়েছি সে যদি মেসেজটি দেখে তাহলে আমাদের মেসেজের পাশে দুটি ট্রিক মার্ক দেখা যায়। কিন্তু অনেকেই WhatsApp এ আপনার পাঠানো মেসেজ দেখতছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না, কারণ সে একটি ফিচার ব্যবহার করছে, যার দ্বারা কেউ মেসেজ করলে সে ঠিকই দেখতে পাবে কিন্তু সেন্ডার বুজতে পাবেনা, যে সে মেসেজ টি দেখেছে। আপনি চাইলেও এই ফিচার টি খুব সহজেই সক্রিয় করতে পারেন, নিচে থেকে নিয়মটি দেখে নিতে পারেন।
WhatsApp কি? WhatsApp হচ্ছে, ফেসবুকের এর পাশাপাশি সব চেয়ে জনপ্রিয় সোশ্যাল মেডিয়া, তবে ফেসবুক, টুইটারের এর থেকে অনেক কিছুই ভিন্ন। এখানে শুধু WhatsApp বন্ধুদের কে মেসেজ করতে পারবেন। শুরুতে এটা শুধু চ্যাট করার সুবিধা থাকলেও, এখন কিন্তু অডিও -ভিডিও কল করার সুবিধাও আছে। বলতে পারেন মেসেজ করার জন্য সব চেয়ে ভাল এবং ফিচার সম্পূর্ণ ম্যাসেঞ্জার WhatsApp. আপনি এখানে একাধিক বন্ধুদের কেও মেসেজ পাঠাতে পারেন, সেটা হচ্ছে একটি গ্রুপ তৈরি করে। যাই হোক আপনারা এসব কথা ভাল করে জানেন, তবুও টিউন পরিপূর্ণতা পাবার জন্য সব কিছুই লিখতে হয়, যারা একটু ভাল জানেন তারা বিরক্ত হবেন না।
আশা করি টিপসটি আমি বুজাতে পেরেছি, যদি কোন সমস্যা থাকে তাহলে টিউমেন্ট করে জানাতে পারেন।
বন্ধুদের সাথে টিউনটি শেয়ার করুন।
আমি ফয়সাল ফয়সাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।