বাইরে ঘুরতে গেলে জ্যামে বসে কিংবা অবসর সময় কাটাতে বইয়ের কোন বিকল্প নেই। কিন্তু সব সময় ভারী বই হাতে নিয়ে ঘুরে বেড়ানো কি সম্ভব হয়? ডিজিটাল যুগে সব কিছু এখন হাতের মুঠোয়, কালের পরিক্রমায় তাই বাদ যায়নি বইও। যুগের সাথে তাল মিলিয়ে বই পড়ার মাধ্যমও বদলে যাচ্ছে। কাগজের মলাটে বাঁধাই করা বইয়ের পাশাপাশি এখন ই-বুক বা ডিজিটাল বুকও জনপ্রিয় হয়ে ঊঠছে। আপনার কাছে যদি থাকে ইন্টারনেট সংযোগ আর একটি অ্যান্ড্রয়েড ফোন তবে বাংলা বইয়ের দুনিয়া এক মুহূর্তেই বন্দি হয়ে যাবে আপনার হাতের মুঠোয়।
ভাষার মাসে “বই ভুবন” নিয়ে এলো বাংলা ভাষায় প্রথম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। Siri বা Google Assistant যেভাবে ইংরেজিতে প্রশ্নোত্তরের মাধ্যমে মানুষকে সেবা দেয়, ঠিক সেভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বাংলা ভাষায় প্রশ্নোত্তর করতে সক্ষম এরকম প্রযুক্তি নিয়ে এলো “বই ভুবন”। এই প্রযুক্তির মাধ্যমে “বই ভুবন” নামের অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটিতে ব্যবহারকারীরা তাদের প্রিয় বইটি খুব সহজে খুঁজে পাবে। উদাহরণস্বরূপ বই ভুবনকে বাংলা ভাষায় কেউ যদি জিজ্ঞেস করে “জাফর ইকবালের বই”, তাহলে সেটি বাংলা ভাষায় উত্তর দিবে “জাফর ইকবালের ২০ টি বই পাওয়া গেছে। ”, এবং একই সাথে সেই বইগুলোর লিস্ট দেখাবে। সেখান থেকে পছন্দের বইগুলো অর্ডার করলে ঘরে বসেই বইগুলো পেয়ে যাবেন পাঠকরা। বই ভুবনের ই-বই লাইব্রেরিতে ব্যবহারকারী তৎক্ষণাৎ জনপ্রিয় লেখকদের ই-বই মোবাইলেই যত খুশি ততবার বিনামূল্যে পড়তে পারবেন।
এই পর্যন্ত বই মেলায় প্রকাশিত সব বইয়ের তথ্য দিতে পারবে বই ভুবন। যেমন “আনিসুল হকের নতুন বই”, বললে বাংলা ভাষায় এটি উত্তর দিবে “আনিসুল হকের নতুন ৬ টি বই পাওয়া গেছে। ”, এবং একই সাথে সেই বইগুলোর লিস্ট দেখাবে।
বাংলা ভাষায় ইন্টারেক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটি তৈরিতে টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আন্ডারস্ট্যান্ডিং প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। ড্রিম ডোর সফটের চীফ টেকনোলজি অফিসার খান মোঃ আনোয়ারুস সালাম, গুগল এবং IBM এ কাজ করার অভিজ্ঞতা থেকে এ প্রযুক্তি তৈরি করেন। তিনি মনে করেন বাংলা ভাষায় এই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ই-কমার্স প্রসারের জন্য এক নতুন দিক উম্মোচিত হলো। একটি দোকানে সেলসম্যান যে ভূমিকা পালন করে, ই-কমার্সের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও একই ভূমিকা পালন করবে।
পাঠক, লেখক ও প্রকাশকদের মিলনমেলা বই ভুবনে নিয়মিত নতুন বইয়ের খবর পাবে এর ব্যবহারকারীরা। সবচেয়ে কম দামে বই কেনার জন্য বিভিন্ন বিক্রেতাদের দাম তুলনা করার ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ৩০-৬০% পর্যন্ত ডিস্কাউন্টে বই সরবরাহ করা হবে। যারা নিয়মিত বই কিনেন, যেমন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং লাইব্রেরি, তারা প্রাতিষ্ঠানিক অর্ডার করে পাইকারি মূল্যে বই কিনতে পারবেন। ফোন অর্ডার : ০১৯১১২৭৬৭৯৭। আগ্রহীরা http://www.vubon.com অথবা গুগল প্লে স্টোর (app.vubon.com) থেকে “বই ভুবন” নামের অ্যান্ড্রয়েড এপ্লিকেশনটি সংগ্রহ করে দেখতে পারেন।
আমি Ruhul Amin Ruhul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।