MX Player বাপ ১০০ চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনি এই প্লেয়ারটি আগে কখনো ব্যবহার করেননি

শুভ সকাল
আশা করি সবাই ভালো আছে।
আর আজ কে তো সবাই একটু
বেশি ভালো থাকবে কারণ আজ
ভালোবাসা দিবস আর হ্যা আপনাদের
আর ও ভালো থাকার জন্য এমন একটি
প্লেয়ার দিবো যে এই প্লেয়ার নিচ্ছিত আপনি আগে কখনো ব্যবহার করেনি। যে প্লেয়াটি
অনেকে ম্যাক্স প্লেয়ারের বাপ ও বলে। বন্ধুরা আপনারা হয়তো এত দিন ভাব ছিলেন যে ম্যাক্স
প্লেয়ারের উপরে কোনো প্লেয়ার নাই আমি ও ভাবতাম
ম্যাক্স প্লেয়ার উপরে প্লেয়ার নাই কিন্তু আজ বলবো বাপে
উপরে ও বাপ থাকে কথাটি খাটি সত্য তাই না।
এজন্য আজ ভালো একটি প্লেয়ারের সাথে পরিচয় করে দিবো। আর হ্যা যারা ম্যাক্সের ভক্ত তারা দয়া করে
এই টিউনি স্কিপ করে চলে যান।
ম্যাক্স প্লেয়ার কিছু অসস্থিকর অ্যাড
আছে যে আমরা যখন ডাটা অন করলে অ্যাড আসা
শুরু করে যা অনেকে এগুলো পছন্দই করে না,
আমি তাদের বলবো ভাই এই প্লেয়ারটি একবার
ব্যবহার করে দেখুন জীবনে অন্য কোনো প্লেয়ার ব্যবহার করতে ইচ্ছে করবে না। আর হ্যা ডাটা
অন থাকলে ও অ্যা আসে না এই প্লেয়ার।
এছাড়া ও আপনি ম্যাক্স প্লেয়ার যে ফিচার পেয়ে
ছিলেন তার থেকে দুই গুন ফিচার পাবেন এই
প্লেয়ারে বুঝলেন ভাই এটা ম্যাক্স
প্লেয়ার কোনো দিক থেকে পিছিয়ে
নাই। বরং ফিচারের দিক দিয়ে অনেক
এগিয়ে আছে। এতো খনে আপনারা
হতো প্লেয়ারটি সমন্ধ অনেক কিছু
জানতে পেরেছেন। আশা করি ব্যবহার
করলে আর ও অনেক কিছু
জানতে পারবেন। এতো কিছু থাকার
কারণে অনেকে এই প্লেয়ারটি কে
ম্যাক্স প্লেয়ারের বাপ ও বলে। তো
অনেক বকবক করে ফেললাম আর
বেশি কথা বলবো না। ম্যাক্স প্লেয়ার
বাপ প্লেয়ার টি ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন।

মানুষ মাত্রই ভুল আমার যদি ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন
ছোট ভাই হিসবে বলছি।

Level 0

আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Media Player হিসেবে Android এ MX Player এর উপরে কোনো কিছুর পয়দা আজ পর্যন্ত হয় নাই।
Ad দেখাইলে MX Player Pro ইউজ করেন।
আর আপনার দেয়া S Player হচ্ছে আজাইরা প্লেয়ার।

স্টুপিড পোস্ট! এমএক্স প্লেয়ার প্রো জীবনে ইউজ করে দেখছেন?