এবার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখুন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আমাদের দেশের অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে চান, কিন্তু সঠিক সুযোগ-সুবিধা না পাওয়ার কারণে তাদের ইচ্ছা অসম্পূর্ণই থেকে যায়। তারা যদি সঠিক সুযোগ-সুবিধা পেতো তাহলে হয়তো আজ তারা আমাদের দেশের সফল ব্যক্তিগুলো'র মধ্যে একজন হয়ে উঠতে পারতো। তাই কাউকে যেন নিজের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখার এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার ইচ্ছা বিসর্জন দিতে না হয় তার জন্য আজ আমি এই টিউন'টি লিখলাম। আশা করছি এই টিউন'টি পড়ার মাধ্যমে যে কেউ নিজের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন।

AIDE অ্যান্ড্রয়েড অ্যাপ

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হলে এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হলে প্রথমত আমাদের AIDE নামক এই অ্যাপ'টি ব্যবহার করতে হবে। এই অ্যাপ'টি অনেক সহজলভ্য একটি অ্যাপ। এই অ্যাপ'টি আপনাকে আপনার মনের মতো একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার সকল সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। সঠিকভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখার জন্য সকল কোর্স এই অ্যাপ'টিতে দেয়া আছে, কিন্তু সেসব কোর্স টাকা দিয়ে ক্রয় করতে হয়। তাই আমি এই অ্যাপ'টির একটি মডিফাই করা ভার্সনের লিঙ্ক দিলাম, যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখার সকল কোর্স বিনামূল্যে উন্মুক্ত করে দেয়া আছে। আশা করছি এই কোর্সগুলো সঠিকভাবে চর্চা করলে আপনি অনেক সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারবেন। AIDE অ্যাপ'টির মডিফাইয়েড ভার্সন'টি ডাউনলোড করুন।

AIDE-এ অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখা

AIDE অ্যাপ'টিতে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে হলে প্রথমে আপনাকে AIDE অ্যাপ'টিতে প্রবেশ করতে হবে। তারপর আপনি "What do you want to do?" বলে একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে "Learn" বলে একটি লেখা দেখতে পাবেন এবং এর নিচে যথাক্রমে Java, Android App এবং More নামে ৩টি অপশন থাকবে। "More" অপশন'টিতে ক্লিক করলে আপনি আরও অনেক অপশন দেখতে পাবেন এবং সে অনুযায়ী আপনি যা শিখতে চান তার উপর দেয়া কোর্সগুলো চর্চা করতে পারবেন। আমি আশা করছি এখানে দেয়া কোর্সগুলো নিয়মিত চর্চা করলে আপনি অনেক সহজেই অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারবেন এবং আপনার মনের মতো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে সক্ষম হবেন।

AIDE-এ অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা

AIDE অ্যাপ'টিতে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে AIDE অ্যাপ'টিতে প্রবেশ করতে হবে। তারপর আপনি "What do you want to do?" বলে একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে "Code" বলে একটি লেখা দেখতে পাবেন এবং এর নিচে "For Experts" নামে ১টি অপশন থাকবে। সেই অপশন'টিতে ক্লিক করার পর আপনি একটি কোড ইনপুট দেখতে পাবেন যেখানে আপনি আপনার অ্যাপ'টির জন্য প্রয়োজনীয় কোড ব্যবহার করবেন। মনে রাখবেন একটি পারফেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হলে পারফেক্ট কোডিং প্রয়োজন। আমার মতে কোডিং করার সময় ইন্টারনেট সংযোগ চালু করে রাখুন, তাহলে কোডিং-এ কোনো ভুল হলে অ্যাপ'টি আপনাকে জানিয়ে দেবে এবং অনেকরকম সাজেশন দেবে।
টিউন'টি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আজকের এই টিউন'টি আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট শিখার এবং অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার ইচ্ছা পূরণে সহযোগিতা করবে। কোনোরকম প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব।

Level 0

আমি প্রকাশ সিংহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

একজন ইন্টারনেট উদ্যোক্তা, সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, কম্পিউটার প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, সাইবার এক্সপার্ট এবং ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস