আশা করি সবাই ভালো আছেন।
তো অনেকে হয়তো বুঝে গিয়েছেন।
যে আপনাদের মাঝে শিখাবো কি ভাবে একটি বিজনেস কার্ড তৈরি করবেন। কিন্তু বিজনেস কার্ড তো কম্পিউটার ছাড়া কাজ করা যায় না। কিন্তু আমাদের অনেকের কম্পিউটার আছে আবার অনেকের কম্পিউটার নাই। তো ইচ্ছে থাকলে ও আমরা একটা বিজনেস কার্ড তৈরি করতে পারছিনা। আবার কম্পিউটার থাকলে ও তৈরি করতে পারছি না কারণ বিজনেস কার্ড তৈরি করতে গেলে গ্রাফিক্স ডিজাইনের ও ইলাস্ট্র কাজ জানতে হয় নয়তো বিজনেস কার্ড তৈরি করা সম্ভব না। আর একটা বিজনেস কার্ড যে কত গুরুত্বপূর্ণ সেটা বলে বুঝানো যাবে না। আপনার
বিজনেস কার্ডের উপর ভিত্তি করে
আপনার দোকানে বা প্রতিষ্ঠানে লোক আসা শুরু করবে। তো অনেক বক বক করে শুরু করা যাক।
যা যা লাগবে।
১/একটা অ্যান্ডয়েড মোবাইল
২/একটু নেট কালেকশন
৩/একটা অ্যান্ডয়েড অ্যাপস
ব্যাস সব কালেকশন হলে তো।
প্রথমে অ্যাপসটি ওপেন করুন
এখন আপনার কোম্পানির লোগো দিন।
তারপর একটা ফরম আসবে
সে টা পুরণ করুন কর্ণারে টিক দিন।
ব্যাস এখন দেখুন কত ডিজাইন আসছে যে টা পছন্দ সেটা সিলেক্ট করে সেভ করে দিন ব্যাস পেয়ে গেলেন তো একটা বিজনেস কার্ড কোনো প্রকার ঝামেলা ছাড়া।
ডাউনলোড লিংক এখানে।
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।