ভিজিটিং কার্ড থেকে নম্বর সেভ করুন ছবি তুলে

ভিজিটিং কার্ড থেকে নম্বর সেভ করুন ছবি তুলে


কি শিরোনাম দেখে ভাবছেন এইটা আবার কি তাই তো? আসলেই তো আচ্ছা তাহলে সুনেন এইটা কি

এইডা কি?


এইটা হল একটা Andoraid apps।


কাজ কি?


আচ্ছা এইবার বলি এইটার কাজ আমাদের মানিবাগ এ অনেক Visiting Card থাকে সময়ের অভাবে আমরা ওই দরকারি Visiting কার্ড এর নাম্বার গুলো Save করতে পারি এই Apps টার মজা ই এখানে এই Apps টা দিয়ে Visiting card এর ছবি তুল্লেই তা Save হয়ে যাবে মানে ওই কার্ড এর তথ্য অনুযায়ী Name, Mobile Number Address সকল কিছু
আচ্ছা তো এই Apps টা আমরা কোথায় পাব?
আপনি এই Apps টা Play Store ই পাবেন Cam Card নামে অথবা Click Here

বিঃদ্রঃ এইটা শুধু Android Mobile না
iPhoneiPad
AndroidAndroid Tablet
Windows 8Windows PhoneOutlook plugin
BlackberryBlackberry 10 এই সবগুলো Device এ ই ব্যবহার করতে পারবেন।

আচ্ছা Downlod করলাম কিন্তু কিভাবে কাজ করব?
১.প্রথমে Cam Card সফটটি ডাউনলোড করি।
২.এবার ইন্সটল করি।
৩.এ্যপসটি ব্যবহার করার জন্য প্রথমেই সাইন আপ করতে হবে।
৪.এবার সাইন আপ অপশনে যেয়ে ফরমটি Fill Up করার জন্য ই-মেইল এ্যড্রেস এবং পাসওয়ার্ড দেই

৫.আমরা চাইলে ফোন নম্বর দিয়েও রেজিস্ট্রেশন করতে পারি।
৬.Send activation e-mail-এ ক্লিক করি।
৭.এবার ই-মেইলটি ওপেন করে activation কোডটিতে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ।
৮.এবার Cam Card সফটটি সাইন ইন করে ক্যামেরাতে ক্লিক করি

৯.একটি ভিজিটিং কার্ড নেই
১০.ক্যমেরার সামনে ভিজিটিং কার্ড রেখে একটি ছবি তুলি
১১.ছবি তোলার সাথে সাথে দেখবেন ওখানে প্রিন্ট করা নাম, ফোন নম্বর, ঠিকানা সহ সকল ডাটা মোবাইলের কনট্যাক্টে চলে গেছে। এখন জাস্ট সেভ করুন।

ব্যাস কাজ শেষ এভাবে আপনি মানিবাগ ভারি করে না রেখে খুব সহজেই নাম্বারগুলো Save করে রাখতে পারেন।

আজকের মতন এই পর্যন্ত সবাই ভাল থাকবেন  techtunes এর সাথে থাকবেন

প্রথম প্রকাশিত আমার ই লেখা এখানে

Level 0

আমি আবির সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস