মাঝে মধ্যে মন খারাপ থাকে। সব সময় মন ভালো থাকেন না, এটি মনের ব্যাপার। আমরা মনটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য অনেক রকমের পন্থা অবলম্বন করি। কিন্তু আজকে আমি একটু ভিন্ন রকমের অ্যাপস নিয়ে আপনাদের সাথে হাজরি হয়েছি। যে অ্যাপস আপনার মনটাকে অনেক ভালো রাখবে এবং খারাপ মনও ভালো হয়ে যাবে। তো আসুন আমরা নিচের থেকে সেই সকল অ্যাপসগুলো একটু দেখে নেই।
১) রান কাউ রান
গরু নিয়ে কত ঝামেলা এদেশে। কিন্তু গরু অত্যন্ত উপকারী জন্তু। অন্তত এই গেম অ্যাপটি থাকলে মনটা হালকা লাগবে। গেম খুললেই ল্যাজ তুলে হাম্বা ডেকে গরু দৌড়বে। পিছন পিছন ট্রেনে ধাওয়া করবে এক কুচুটে চাষি। এনগেজিং গেম। অ্যানড্রয়েড ও আইওএস অ্যাপ রয়েছে।
২) নাইনগ্যাগস (নাইন সংখ্যায় লিখে সার্চ করবেন)
এই অ্যাপটিতে পাবেন লেটেস্ট জিফ আর মেমে যা হাসাবে তো বটেই, পাশাপাশি আপনি শেয়ারও করতে পারবেন টাইমলাইনে। বাকিদেরও মন ভাল হয়ে যাবে। অ্যানড্রয়েড ও আইওএস অ্যাপ রয়েছে।
৩) ব্রেক ডট কম
গেম খেলে মন ভরছে না? মজার ভিডিও দেখতে চান? তবে ডাউনলোড করুন ব্রেক অ্যাপ। এরও আইওএস ও অ্যানড্রয়েড, দু’টি ভার্সনেই অ্যাপ রয়েছে।
৪) চিজবার্গার
এই অ্যাপটিও পাবেন অ্যানড্রয়েড এবং আইওএস ইউজাররা। মজার জিফ, ভিডিও, জোকস, কমিকস নিয়ে অফুরন্ত ভান্ডার।
৫) প্যাসিফিকা
এই অ্যাপটি হল সত্যিকারের কাউন্সিলিং অ্যাপ। কেন মন খারাপ, কী করলে ভাল হতে পারে, কী করলে আপনার পজিটিভ মনোভাব ফিরিয়ে আনতে পারেন এই সব নিয়ে ইন্ট্যার্যাক্ট করতে করতে কখন যে মন খারাপ উধাও হবে বুঝতেই পারবেন না।
আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।