হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।
আজকে ব্লগিং করার তিনটি Apps আপনাদের সাথে শেয়ার করবো মোবাইলে কাজ করার জন্য।
আমরা সাধারনত ওয়েবসাইটে গিয়ে টিউন করি নিজেদের সাইটে ব্রাউজার ব্যবহার করে।
কিন্তু আপনি চাইলে এর থেকে সহজে আপনার সাইটে টিউন করতে করতে পারবেন
তা ওয়ার্ডপ্রেসই হোক অথবা গুগলের ব্লগার।
ওয়ার্ডপ্রেসই অথবা ব্লগার ছাড়াও অনেক App আছে যা দিয়ে আপনি ব্লগিং করতে পারবেন।
কিন্তু আমার লিখার বিষয় যেহেতু ওয়ার্ডপ্রেস ও ব্লগার নিয়ে তাই অন্য দিকে যাচ্ছিনা।
ব্লগার / বিবরণ:
ব্লগিং শুরু করুন অ্যান্ড্রয়েডের মোবাইল দিয়ে
* টিউন লিখুন যা ড্রাফট বা Schedule দিয়ে প্রকাশ করতে পারবেন।
* পোস্টগুলি সম্পাদনা করতে পারবেন।
* আপনার সংরক্ষিত এবং প্রকাশিত পোস্টগুলির তালিকা দেখতে পারবেন।
* আপনার একাধিক ব্লগে কাজ করতে পারবেন সাইন ইন করে।
* গ্যালারি থেকে একটি ছবি এম্বেড করতে পারবেন।
* আপনার টিউনে লেবেল যোগ করতে পারবেন।
* আপনি যেখানেই থাকুন না কেন Location দিয়ে টিউন করতে পারবেন।
অফিসিয়াল ব্লগার অ্যাপ্লিকেশনের সর্বশেষ রিলিজটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
Direct Download Link
তবে আমার কাছে অফিসিয়াল App টি থেকে নিচের App টি অসাধারন লাগে ব্লগস্পটে কাজ করার জন্য।
Blogit / বিবরণঃ
*আপনার টিউন সম্পাদনা করতে রিচ এডিটর ব্যবহার করতে পারবেন
*এইচটিএমএল সম্পাদনা করে আর্টিকেল লিখতে পারবেন।
*দেখুন / মুছুন / মন্তব্য যোগ করতে পারবেন।
*আপনার পোস্টগুলিতে একাধিক চিত্র যোগ করতে এবং সহজেই প্রকাশ করতে পারবেন সময় নির্ধারণ করে।
*একাধিক অ্যাকাউন্ট (শুধুমাত্র Google অ্যাকাউন্টগুলি) যোগ করে এক সাথেই সব গুলোতে কাজ করতে পারবেন।
*অফলাইন এ কাজ করতে পারবেন।
মোবাইল দিয়ে সহজেই সকল কাজ সম্পাদনা করতে পারবেন।
ব্লগিং করার ধারনাই বদলে দিতে সক্ষম এই APP টি।
আপনার সাইটে পোস্টগুলি লিখুন, সম্পাদনা করুন এবং প্রকাশ করুন, পরিসংখ্যান ও পরীক্ষা করুন সহজেই।
আর কি চাই?
অ্যান্ড্রয়েডের জন্য ওয়ার্ডপ্রেস WordPress.com এবং ওয়ার্ডপ্রেস 3.5 আপনার হোস্টেড সাইট সাপোর্ট করে।
অ্যাপ্লিকেশনটির সম্বন্ধে ফোরাম দেখুন:
নতুন যা সংযুক্ত করা হয়েছে।
* নতুন: Jetpack সাইটগুলির জন্য প্লাগইন ম্যানেজমেন্ট।
* আপনি এখন মন্তব্য সোয়াইপ ও সহজে নেভিগেশান করতে পারবেন।
* Beta ইডিটরের বাগ ফিক্স করা হয়েছে।
* লগইন স্ক্রীনে নতুন ফিচার যোগ হয়েছে।
* স্থানীয় সেবা সমূহ আপডেট করা হয়েছে।
Direct Download Link
Google Play Download Link
আজকের মত বিদায় দেখা হবে নতুন কোন দিন অন্য কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician