"প্রেসার" (pressure or pressar) বা "হাই প্রেসার" (High pressure) বা "উচ্চ রক্তচাপ" হলে মানুষের "ঘাড় ব্যাথা" হয়ে থাকে। অনেক সময় ঘুমানোর সময় প্রবলেম হলে ঘাড় ব্যাথা (ghar betha, neck pain) হতে পারে। এসব ব্যাথা দূর করার সহজ উপায় জেনে রাখা দরকার।
"মাথা ব্যাথা" (matha batha) একটি কমন রোগ। মাথা ব্যাথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। অনেক সময় "মাইগ্রেন" (migraine pain) এর কারনেও মাথা ব্যাথা (headache, head pain) হয়ে থাকে।
বিশ্বের অনেক মানুষই বাতের ব্যথায় আক্রান্ত এবং প্রতিদিনই এই সংখ্যা বেড়ে চলেছে আশংকাজনক হারে। খাবারের মাধ্যমে বেশি পরিমাণ ইউরিক এসিডের উত্স যেমন লাল মাংস, ক্রিম, রেড ওয়াইন ইত্যাদি গ্রহণ করলে এবং বৃক্ক (কিডনি) রক্ত থেকে যথেষ্ট পরিমাণে তা ফিল্টার করতে না পারলে "বাত ব্যাথা" সংক্রান্ত উপসর্গগুলো দেখা দেয়।
"ফুটবল খেলা" বা "ক্রিকেট" খেলতে গিয়ে অনেক সময় পায়ে খুব ব্যথা হয়। প্রচুর পরিশ্রম হলে এমন "পায়ের ব্যাথা" (leg pain, injury) হয়ে থাকতে পরে।
"বুকে ব্যথা" (chest pain) নানা রকম কারনে হতে পারে যেমনঃ "গ্যাস্ট্রিক ব্যাথা" (gastric pain), "স্ট্রোক" (stroke) বা "হাপানী" (hapani, asthma, asma, azma)। তাই বুকে প্রচুর ব্যথা হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
মধুর, রসুনের, ফলের, ছোলার, লেবুর ও কালোজিরা উপকারিতা বলে শেষ করা যাবে না। ব্যথা দূর করতে এই "ভেষজ চিকিৎসা" (vesojo chikitsa) খুব উপকারে আসে। প্রতিদিন একটু "শরীরের যত্ন" করলে, "ভিটামিন" ভরপুর "খাবারের তালিকা" মেনে চললে, পরিমিত "খাবারের ক্যালরি", নিয়মিত ক্লিনিক থেকে "সাস্থ্য টিপস" গ্রহণ ও "সাস্থ্য" নিয়ে পরামর্শ করা হলে "শরীর ও স্বাস্থ্য" খুবই ভাল থাকে।
তাই স্বাস্থ্য রক্ষার গুরুত্ব বিবেচনা করে ডেভেলপার টীম WikiBdApps সকল ব্যাথা দূর করার উপায় সমূহ নিয়ে এ প্রয়োজনীয় অ্যাপটি ডেভেলপ করেছে।
অ্যাপটি থেকে যেসব বিষয় জানা যাবেঃ
☆ কোমর ব্যথা (komor betha/waist pain)
☆ গলার সমস্যা/গলা ব্যথা (gola betha/throat pain)
☆ দাঁতের যত্ন/দাঁতের সমস্যা/দাঁতে ব্যথা (dater jotno/date betha/dater somossa)
☆ হাটুর ব্যাথা (hatur betha/knee pain relief/ knee pain treatment)
☆ চোখের চিকিৎসা/ চোখের ব্যথা (chokher chikitsa/chokher betha/eye problem/eye treatment)
☆ কানের সমস্যা/ কানের ব্যথা (hearing problem/ kaner somossa/ kaner betha)
☆ মেয়েদের পিরিয়ড ব্যাথা, মাসিক সমস্যা (period pain)
☆ নাকের সমস্যা/ নাকের ব্যথা (naker somossa/naker betha/ nose pain)
☆ পেট ব্যথা (pet betha)
☆ নাক কান গলার সমস্যা (nak kan golar somossa/ nak kan gola, gala)
☆ কোষ্ঠকাঠিন্য ব্যথা (kostho kathinno)
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।