গণিতের অসাধারন ১টা App ছবি তুলুন আর সমাধান পেয়ে যান

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আশাকরি সবাই ভালো আছেন।
আজ আমি এমন ১টি App নিয়ে আলোচনা করব যেটা দেখে আমি নিজেও খুব আশ্চর্য হয়েছিলাম। ধরুন আপনি বীজগণিত করতে বসলেন কিন্তু সৃজনশিল প্রশ্নে এমন একটি অঙ্ক দেয়া যার সমাধান আপনার গাইডে নেই অথবা এমনও হতে পারে আপনি গাইড ই কিনলেন না। আর এমন সময় কেউ যদি বলে আচ্ছা তোমার প্রশ্নটির ১টা ছবি উঠিয়ে দাও আমি সমাধান করে দিচ্ছি কেমন হবে?
আপনি যাষ্ট প্রশ্নের ছবি তুলে দিলেন আর সাথে সাথে যদি স্টেপ বাই স্টেপ সমাধান টা পেয়ে যান একদম গ্রাফ সহ তাহলে কেমন হয়। এই কাজটিই আপনাকে করে দিবে ছোট্ট ১টা App।
আর এই App টি ইউজ করলে আপনার সব ক্ষেত্রে গাইড দেখা লাগবে না। গণিত প্রশ্নের ছবি তুলবেন আর সাথে সাথে উত্তর পেয়ে যাবেন এবং কিভাবে অঙ্কটি করা হইছে ধাপে ধাপে বিশ্লেষন সহ পেয়ে যাবেন। App টির নাম Photomath.
আর কিভাবে আপনি একে দিয়ে কাজ করাবেন তা আমি ছোট ১টা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিছি। ভিডিওটির লিংক https://youtu.be/3vnLppj-8ig

আমি যা দেখাইছি ভিডিওতে
বীজগনিত সমাধান
অসমতা
ত্রিকোনমিতি
সূচক
কিন্তু আপনি এর মাধ্যমে বীজগণিত অংশের যে কোন সমাধান ইজিলি পেয়ে যাবেন আশাকরি। ভিডিও ডিউরেশন কম রাখার জন্য সব গুলা টপিক দেখানো হয়নি তবে আপনি যদি একবার App টি কিভাবে ব্যবহার করতে হয় শিখে যান তাহলে আপনি যেকোন ম্যাথের সমাধানই বের করে ফেলতে পারবেন। কিছু ক্ষেত্রে App ক্যামেরা আপনার হাতে লেখা প্রশ্ন কিছু অংশ বুঝতে নাও পারে এবং সে ক্ষেত্রে কিভাবে এটি ঠিক করবেন তা দেখিয়ে দেয়া হইছে ভিডিও তে।
আজ এ পর্যন্তই, সাড়া পেলে আরো ভালো ভালো শিক্ষনীয় App নিয়ে হাজির হব। এই ব্লগে এটা আমার প্রথম টিউন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইউটিউবে আমাদের চ্যানেল Android Apps Review Bangla

Level 0

আমি সোহাইল উইক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস