বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ্'র রহমতে ভালো আছেন। বেশ কিছুদিন পর আজকে আবার ফিরে এলাম নতুন টিউন নিয়ে। আশা করি ভালো লাগবে।
আমাদের সকল কাজেই রয়েছে কম্পিটিশন। কার আগে কে যেতে পারে, কে বিজয়ী, কে হারে, এটা বিচার করেন বিচারকরা। ঠিক তেমনি ভাবে অ্যাপসের মধ্যেও চলে খুব কম্পিটিশন।
কোন অ্যাপস সেরা হবে, কোন অ্যাপস কোন কাজের জন্য সেরা হবে, এই সব মাথায় রেখেই ডেভেলপাররা অ্যাপস গুলো তৈরি করে থাকেন।
দেখুন সব অ্যাপসের কাজ কিন্তু এক রকম নয়!
এক কথায় যাকে যেটা দিয়ে বানানো হয়েছে তাকে সেই কাজই করতে হবে।
এবার চলুন দেখে নেওয়া যাক প্লে অ্যাওয়ার্ড প্রাপ্ত ২০১৭'র সেরা ১৫টা অ্যাপস।
আপনাদের সুবিধার্থে ডাউনলোড লিংক দিয়ে দিলাম শুধু ক্লিক করা আর ডাউনলোড করা।
ভিডিও আপডেট পেতে Tech Tube Infinute সার্চ করুন।
আজকের মত এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী টিউনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আমাকে ফেসবুকে পেতে পারেন মেসেজ করুন।
আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}