সবাই কেমন আছেন।
আশা করি সবাই ভালো আছেন।
টাইটেল দেখে নিচ্ছয় বুঝে গেছেন।
হ্যা সত্যি অ্যাপটা অসাধারণ অ্যাপ।
অ্যাপ টার কাজ না দেখলে বুঝবেন না।অনেক সময় দেখা যায় যে বন্ধু বা বান্ধবি আপনার মোবাইল থেকে
আপনার পারসোনাল সব কিছু দেখে নেয় কিন্তু আপনি নজ্জার খাতারে কিছু বলতে পারেন না।কিন্তু এবার আপনাদের জন্য নিয়ে হাজির হয়ছি অসাধারণ একটি লক যা আপনার হাতের টাস বা ফিঙ্গার ছাড়া আপনার কোনো অ্যাপ কেউ জীবনেও খুলতে পারবে না।দিন ভর চেষ্টা করলে ও লক খুলতে পারবেনা।যদিও খুলার চেষ্টা করে তাহলে গোপনে
তার ছবি তুলে রাখবে।তার মনের অজান্তে সে বুঝতে ও পারবে না যে
একটা ছবি তুলে রাখছে।তো চলুন
শুরু করা যাক।
1.Step:অ্যাপটি ওপেন করুন।
2.Step:এখানে ৪টি 7777 দিন।
ok করুন।
3.Step:এবার Go to Setting ক্লিক করুন।
4.Step:অ্যাপটি On করে দিন।
5.Step:তারপর Setting এ যান।
6.Step:এখানে আপনার ইচ্ছা মত পাসওয়ার্ড দিন।দুবার কনফাম করুন।
7.Step:এবার advanced option এ যান।
8.Step:Prevent force app lock ক্লিক করুন।উপরে Anti Force Removal এ টিক দিন।
9.Step:active করে দিন।
10.Step:এখন আপনি আপনার ইচ্ছে মত লক করুন।
যে টা লক করবেন তাকে টাস করুন।
11.Step:watch Dog এ যান।
in service এ টিক দিন।যদি কেউ আপনার লক খোলার চেষ্টা করে তার ছবি তুলে রাখবে।
12.Step:এখন আপনি যে অ্যাপটি লক করে ছিলেন।সেটা ওপেন করতে
গেলে এরকম দেখাবে।
Put your finger এ কিছুক্ষণ চেপে ধরুন।তার পর নিচে আপনার আঙুল
চেপে ধরুন লক ওপেন হবে।
13.Step:এখানে ঐ যে লক টা দিয়ে ছিলেন সেটা দিন।যেমন:আমি দিয়ে ছিলাম 123456 আপনি আপনার টা দিন।
ডাউনলোড লিংক এখানে
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।