আস্সালামুআলাইকুম,
তো সুরতে বলি সবাই কেমন আছেন, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোওয়াতে আমি ও অনেক ভালো আছি।
আপনারা হয়তো অনেক ফটো ইডিটর এক কথা শুনেছেন কিন্তু এই রকম ফটো ইডিটর আমি ফোনে প্রথম দেখলাম যেইটা অসাধারন সহজ প্রকৃতির যে কারনে আপনাদের সামনে শেয়ার করলাম। তো জাই হোক না কেনো আমরা এই ফটো ইডিটর এর কাজ গুলো এক নজরে দেখে নিবো।
তো বরাবরের মতো এপ্সটি ডাওনলোড করুন প্লে-ষ্টোর হতে, তার পর ওপেন করুন।
তার পর ক্যামেরা অথবা গ্যালারি ওপেন করুন। ওপেন করার পর ফটো যে কোন একটি সিলেক্ট করুন,
এখন ফটো ইডিট করবেন যে ভাবে আপনারা যারা সাধারনত ফটো ইডিট করেন ফোনে তাদের বলি যে সকল ফটোইডিটর একই প্রাই।
ফটো নেওয়ার পরে দেখুন লক্ষ করলে পাবেন হেয়ার ষ্টাইল রয়েছে আরো অনেক ফিচার রয়েছে আপনার একটি একটি করে ব্যবহার করুন এবয় তার পর নিচের টিক অংশতে ক্লিক করুন।
এবার ফটো সেভ করতে নিচের ছবি লক্ষ করুন।
আরেকটা কথা হলো এইটা দিয়ে ইডিট করলে এদের কোন লোগো থাকে না যে কারনে খুবই ভাল একটি এপস্।
আপনারা যারা বুঝতে পারেননি তাদের জন্য ভিডিওটি দেওয়া আশা করি বুঝতে পাবেন।
আমাদের চ্যানেলটি সাবস্কাইব করতে এখানে ক্লিক করুন।
এই ফটো ইডিটরে শুধু মাত্র যে এই সকল ফিচার রয়েছে তা নয় এইটাতে রয়েছে একটি প্রফেসনাল ফটো ইডিট এল সিস্টেম।
এই ফটো ইডিটর ২০১৮ এর জন্য ২ দিন আগে রিলিজ হয়েছে। আশা করি কেউ টিউমেন্ট করতে পারবেন না যে এইটার টিউন আগে করা হয়েছে।
আমি মনিরুদ আশিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।