হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভালোই আছেন, আর আপনাদের আরো ভালো থাকার জন্য নিয়ে এলাম অসাধারন একটি টপিক। আমরা অনেক সময় আমাদের ফোন অনেক জাগায় রেখে দেই আশে পাশেই থাকে কিন্তু খুজে পাই না।আজকে যে এপটি আপনাদের সাথে শেয়ার করবো তার মাধ্যমে আপনি আপনার ফোনকে আপনার দেয়া নামে ডাকলেই উত্তর দিবে। আপনি এই কাজটি আপনার বন্ধুদের সামনে করলে সবাই অবাক হয়ে যাবে।তো চলুন শুরু করা যাক।
তো আমাদের প্রথমে একটি এপ প্রয়োজন যার নাম [Marco polo v3] আপনারা playstore সার্চ করলেই পেয়ে যাবেন।
তারপর এপটি ওপেন করুন। তারপর একটি পেজ আসবে সেখানে [launch setting ] এ ক্লিক করবেন এবং আরেকটি পেজ আসবে সেখানে Marco polo v3 এপটি একটিভ করে দিবেন। এখন নিচের স্ক্রিন শর্ট দেখুন।
এপটি ওপেন করার পঅর এরকম একটি পেজ দেখতে পাবেন।একদম নিচে চারটি আইকন দেখতে পাচ্ছেন। দ্বিতীয় আইকন এ ক্লিক করুন।
তারপর এইরকম পেজ আসবে আপনি আপনার ফোনকে যে নামে ডাকতে চান এখানে তা লিখবেন। আমি hello boss দিয়েছি।আপনি আপনার ইচ্ছে মত দিবেন। তারপর next এ ক্লিক করবেন।
এখন এখানে আপনার মোবাইল যে নামে উত্তর দিবে তা লিখবেন। আমি Ji boss দিয়েছি। এখন প্রথম আইকন এ ক্লিক করবেন হোম আইকন এ তারপর গোল বাটনটি ডিসেবল থাকলে Enable করে দিবেন। কাজ শেষ এবার ট্রাই করে দেখুন।
আর বুঝতে সমস্যা হলে আমার ভিডিও টিউটোরিয়াল দেখুন ঃ
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক,টিউমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমি মুজাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
not interested