সবাই কেমন আছেন।
আশা করি সবাই ভালো আছেন।
তো অনেকে হয়তো বুঝে গেছেন,
যে আপনাদের মাঝে দারুন একটি
গুগলের ডাটা সেভিং + ফ্রি ওয়াইফাই অ্যাপ নিয়ে হাজির
হয়েছি এবং আপনি সম্পূর্ণ ফ্রি তে ওয়াইফাই চালাতে পারবেন।তো অনেকে হয় তো ভাবতে পারেন যে
ওয়াইফাই হ্যাক করা, না গুগোল যেহেতু একটি বিসাশ্ত কোম্পানি তারা এ সব হ্যাক করা সাপোর্ট করে না।
আপনি শুধু সেই ওয়াইফাই গুলো চালাইতে পারবেন যে গুলো পাসওয়ার্ড দেওয়া নাই।তো আর কথা বলবো না আপনাদের বুঝানোর জন্য এতো কথা বলছি।তো চলুন শুরু করা যাক।
1.Step:অ্যাপটি ওপেন করুন এবং continue টে ট্যাব করুন।
2.Step:এখানে অ্যাপটি administar permission চাইবে access টা on করে দিন।
3.Step:তারপর YES,I AGREE ট্যাব করুন।
4.Step:এখানে Data saver off আছে On করে দিন।উপরে ভিপিএন এর মতো চাবি উঠবে।আপনি যে ব্রউজার চালাবেন শুধু সেটা চলবে অন্য কনো অ্যাপ বাড়তি এমবি কাটবে না।
5.Step:সব শেষে ওয়াইফাই আগেই বলে রাখছি এটা কনো হ্যাক না শুধু
non security wifi গুলো ব্যবহার করতে পারবেন।
অ্যাপ ডাউনলোড লিংক এখানে
ভুলত্রুটি হলে ছোট ভাই হিসেবে
ক্ষমার দৃষ্টি দেখবেন।
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।