আশা করি সাবাই ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে দারুন একটি
জুম ক্যামেরা নিয়ে হাজির হয়েছি।
বন্ধুদের DSLR দেখলে আমাদের ও
সবার কম বেশি শখ হয় যে DSLR কিন্তে।
কিন্ত আমরা সবাই তো কিনতে পারিনা,
তাই বলে কি বসে রয়ইবো, না।আমরা ও DSLR
ব্যবহার করে যে কোনো কিছু জুম করবো।
আগেই বলে রাখি এটা কিন্তু জুম ক্যামেরা শুধু জুম হবে।
কিন্তু Background change হবে না।
বাজারে পাওয়া যায় ৮ গুন জুম লেন্স যার দাম ৮০০ টাকা আর ১২ গুনের দাম ১২০০ টাকা।এত টাকা খরচ করার কি দরকার।আমাদের মোবাইলে ক্যামেরায় ডিফল্ট ভাবে
৪গুন জুম হয়।কিন্তু এতে আমার সন্তষ্টু নয় তাই
একটি মাত্র অ্যাপসের মাধ্যেমে আমরা সব কিছু জুম করবো কোনো প্রকার ঝামেলা ছাড়া।
অনেক বকবক করে ফেলাম তো চলুন শুরু করা যাক।ডাউনলোড লিংক এখানে
ফুল মজা নিন DSLR মতো।
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।