বাংলাদেশে তৈরী চমৎকার কিছু ইসলামিক এপস। বিশুদ্ধ ইসলামিক এপসের ভান্ডার। কুরআন ও বিশুদ্ধ হাদীসের ভিত্তিতে তৈরী মূল্যবান অ্যান্ড্রয়েড এপস।

আসসালামু আলাইকুম। অনেকদিন পর টেকটিউনস-এ নিয়মিত হওয়ার চেষ্টা করছি। সবাই আশা করি ভালো আছেন। আসলে আল্লাহ যাকে কিবোর্ড আর মাউস চালানোর তৌফিক দিয়েছে সে অবশ্যই ভালো আছে।

আপনারা হয়তো অনেকেই এপস গুলো পূর্বে জেনে থাকবেন যারা এখনো খোজ পান নাই তাদের জন্যই আজকের এই টিউনস।

Play store এখন আর আগের মতো নেই, যে যেভাবে পারতাছে খালি এপস বানাইতাছে। আসলে দুঃখ লাগে যখন দেখি ইসলামিক নামে আজেবাজে এপস তৈরী হয়। কুরআন ও হাদীসের ভিত্তি ছাড়া যত এপস আছে ইসলামের নামে শুধুমাত্র বানিজ্যিক উদ্দেশ্য এছাড়া আর কিছু নয়। এমনও দেখছি যেকিনা বিভিন্ন অশ্লীল এপস বানায় সে আবার ইসলামিক এপসও বানায়। মানে চরম ফাজলামো ছাড়া আর কিছু নয়। তাই আসুন সঠিক ইসলাম জানা এবং মানার জন্যে নিম্নোক্ত এপসগুলো ডাউনলোড করে এর উপর আমল করি ইন শা আল্লাহ উপকার হবে।

. Al Quran (Tafsir & by Word)

চমৎকার ইউজার ইন্টারফেস সমৃদ্ধ আল কুরআনের এই এপসটির মূল আকর্ষন হলো আরবী শব্দে টাচ করলেই অর্থ জানা যায়। এতে বিভিন্ন ভাষার অনুবাদের পাশাপাশি বাংলায় রয়েছে চারটি অনুবাদ।

ব্যাসিক ফিচারঃ-

শব্দের সূচিত তফসির ইবনে কাসীর ইংরেজিতে আবেস্তিত আরবি, তাকিউদ্দিন হিলালি ভাষ্য

8 টি আরবি তাফসির (ইবনে কাসীর, তাবারী ইত্যাদি সহ)

রঙিন কোডেড এবং আপ জন্য iquran হিসাবে একই রং বাস্তবায়ন সঙ্গে তাজউইড কোডেড

ওয়ার্ড রেন্ডারিং, রুট ইনফরমেশন, ট্রান্সলেশন, ওয়ার্ড বিশদ এবং ক্রিয়া ফর্ম দ্বারা ওয়ার্ড

বুকমার্ক / প্রিয় ব্যবহারকারী তৈরি বিভাগে বিভক্ত

কুরআন সূচী

প্রতিটি আয়াতে নোট গ্রহণ

বুকমার্ক / নোটস আমদানি / রপ্তানি অনলাইন, ফাইলের বৈশিষ্ট্য

হাইলাইটগুলির সাথে একটি শক্তিশালী পূর্ণ-পাঠ্য অনুসন্ধান ইঞ্জিন

পুনরাবৃত্তি সঙ্গে শক্তিশালী অডিও সিস্টেম, আয়াত গ্রুপ প্লেব্যাক মুখস্থ করা সাহায্য ফাংশন

বিভিন্ন ফন্ট, চিপ-জুম বৈশিষ্ট্য এবং রাতের দৃশ্য সহ একাধিক থিম

অটোস্রোল বৈশিষ্ট্য

আলাদা আলাদা কুরআন বাক্যাংশ একযোগে দর্শনীয়: বাংলা, চীনা, ইংরেজি, ফরাসি, হিন্দি, জার্মান, ইন্দোনেশিয়ান, ইতালীয়, মালয়, রাশিয়ান, স্প্যানিশ, উর্দু, তেলুগু, তামিল এবং আরও অনেক কিছু।

ক্বারী মশারী আল-ফাজ্জী, কেরী হুসারী (মুয়ালিম), কারা আবদুর রহমান এস সুদাইস এবং অন্যান্য অনেক কেরিস সহ কাহিনীতে শ্লোকের জন্য বেশ কিছু ডাউনলোডযোগ্য কবিতা

অ্যাপটি ইংরেজি, বাংলা, জার্মান, ফ্রেঞ্চ, ইন্দোনেশিয়া, মালয়, রাশিয়ান, আরবি, স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে

 

ডাউনলোড করুন

 

 

. বাংলা হাদিস (Bangla Hadith)

এতো এতো হাদীস যুক্ত এপস বাংলাদেশে এই প্রথম। আলহামদুলিল্লাহ ভাইদের কাজগুলো আল্লাহ কবুল করুন। এপসটিতে হাদীস ছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ইসলামিক বই।

HADITH BOOKS [হাদিস গ্রন্থসমুহ]

======================

1. Sahih Bukhari [সহিহ বুখারী] - Full / Cross Check - Done

2. Sahih Muslim [সহিহ মুসলিম] - Full / Cross check going on

3. Abu Daud [আবূ দাউদ] -Full / Cross Check - Done

4. Tirmidi [তিরমিজী] -Full / Cross check - Done

5. Nasayee [নাসাঈ] - Partly Uploaded

6. Ibn-Majah [ইবনে মাজাহ] - Full / Cross check - done

7. Raiyjus Salehin [রিয়াজুস সালেহিন] - Full

And more...

ISLAMIC BOOKS [ইসলামী গ্রন্থসমুহ]

========================

1. Tawhid [তাওহীদ/আকিদা] - 2 Books

2. Salah [সালাত/নামাজ] - 5 Books

3. Zakat [যাকাত] - 1 Book

4. Sawom [সাওম/রোজা] - 2 Books

5. Hajj [হজ্জ] - 3 Books

6. Fatwa [ফতোয়া/ফিকহ] - 4 Books

7. Dua [দুয়া ও জিকির] - 3 Books including হিসনুল মুসলিম

8. Shirk, Kufor & Bidah [শিরক/কুফর/বিদাত] - 1 Book

9. Others [অন্যান্য] - 4 Books

 

বিঃদ্রঃ স্মার্টফোনের স্টোরেজ এবং ইন্টারনেট স্পীডের কারনে এপসটির অনলাইন ও অফলাইন উভয় ভার্সনই রয়েছে।

ডাউনলোড করুন অনলাইন (আলাদা আলাদা করে ডাউনলোড করে নিতে হবে হাদীস এবং অন্যান্য বই যেটা আপনি প্রয়োজন মনে করেন।)

ডাউনলোড করুন অফলাইন (ফুল ভার্সন)

 

. আল হাদিস (Al Hadith)

অনেক দ্বীনি ভাই বোনদের কাজের সমন্বয়ে তৈরী বাংলাদেশের অন্যতম একটি হাদীস এপস আল হাদিস। সিম্পল ডিজাইনে চমৎকার এর ইউজার ইন্টারফেস।

যে সকল হাদিস গ্রন্থ আছেঃ

-------------------------------------------------

. সহিহ বুখারী

. সহিহ মুসলিম

. আবূ দাউদ

. তিরমিজী

. ইবনে মাজাহ

. সহিহ হাদিসে কুদসী

. ৪০ হাদিস

ডাউনলোড করুন

 

. অর্থপূর্ণ নামায (সালাত) শব্দসহ

 

নামাযে (সলাতে) আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন তা কি জানেন??

অর্থপূর্ণ নামায (সলাত) এমন একটি অ্যাাপ যার দ্বারা আপনি নামাযের পঠিত সূরা, তসবিহ, দোআ ইত্যাদির অর্থ (প্রতিটি শব্দের অর্থ সহ) শিখতে পারবেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সামনে দাড়িয়ে কি বলছেন তা বুঝতে পারবেন এবং সলাতে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ।

:::::এতে আছে::::::

১। সলাতে(নামাযে) পঠিত সূরা, তাসবিহ, দোআর অর্থ

২। সূরা ফাতিহাহ এবং শেষ ১৩ সূরা

৩। শব্দে শব্দে অনুবাদ, গভীর শাব্দিক এনালাইসিস ও তাফসির আহসানুল বায়ান

৪। সলাতের ওয়াক্ত, ওয়াক্ত নোটিফিকেশান এবং কিবলা

৫। Pinch zoom করে মন মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন

৬। ছবি ও লেখা শেয়ার করার সুবিধা

৭। কোন অ্যাড নেই!

৮। নামাযের সময়সূচী দেখার জন্য উইজেট সুবিধা

ডাউনলোড করুন

 

. দোআ ও যিকির (হিসনুল মুসলিম)

দোআ ও যিকির (হিসনুল মুসলিম) একটি এন্ড্রয়েড অ্যপ যাতে রয়েছে কুরআন এবং হাদিস থেকে সংকলিত সহীহ দোয়া ও যিকির যা নিত্যদিনের জন্য খুবই প্রয়োজনীয়। এতে কোন অ্যাড নেই, বাংলা ফনেটিক দ্বারা সার্চ করা যায় এবং এটি সম্পূর্ণ ফ্রী!!

এটি মূলত সাদ ইবনে ওহাফ আল-কাহতানী রচিত প্রসিধ্য বই হিসনুল মুসলিম (মুসলমানদের দূর্গ) এর উপর ভিত্তি করে তৈরি।

এতে আছে

ঘুমানোর, ঘুম থেকে ওঠার, পোশাক পরা ও খোলার, পায়খানার, ওযুর, নামাযের, মসজিদের, ইস্তিখারার দো'(দুয়া বা দুআ) ও সকাল ও বিকালের যিকর (বা জিকির)

কুরআন ও হাদিসের ২৫০ ও বেশি দোআ ও যিকির

আপনার পছন্দের দোআ সেভ করে রাখুন

সুবিধা মত ফন্ট সাইজ পরিবর্তন করে নিন

শেয়ার করে সওয়াব অর্জন করুন

প্রতিটি দোআর সাথে এর অর্থ, উচ্চারণ এবং ফযিলত দেয়া আছে।

প্রতিটি দোআর অডিও আছে এতে!!

অডিও ফাইল শেয়ারও করা যায়

Pinch zoom এর অপশন যুক্ত করা হয়েছে

কোন অ্যাড নেই

সার্চ অপশন বাংলা ফনেটিক দ্বারা

সুবিধার জন্য আলাদা আলাদা বিষয়ে বিভক্ত

ডাউনলোড করুন

 

. ইসলামিক প্রশ্ন এবং উত্তর

 

Play store ''ইসলামিক প্রশ্ন এবং উত্তর'’ এই টপিক্সে অনেক এপস পাওয়া গেলেও বিশুদ্ধ এপস পাওয়া যায় না। অনেক অজানা প্রশ্নের উত্তর এই এপসটিতে বিদ্ধমান। আলহামদুলিল্লাহ।

ইসলামের জ্ঞান সেরা জ্ঞান। একজন মানুষ হয়তো বিশাল জ্ঞান সংগ্রহ করতে পারেন, কিন্তু ইসলামি জ্ঞান ছাড়াই তিনি অজ্ঞ। এভাবে ব্যক্তির মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, তাই তাকে ইসলাম শিখতে হবে এবং এটি ছাড়া আর কোন উপায় নেই। আমাদের নবী মোহাম্মদ (সাঃ) বলেছেন: ''জ্ঞান অর্জন করা আবশ্যক'’ [সহীহ - ইবনে মাজাহ]

ডাউনলোড করুন

 

আজকে এতটুকুই। কাজে লাগলে শেয়ার করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস বলে আজকের টিউন শেষ করবো। ইন শা আল্লাহ আগামী টিউনে দেখা হবে।

"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]

আপনার অত্মীয়-সজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন

আল্লাহ আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন

আমীন।

Level 0

আমি মুহাম্মদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন মুসলিম বাংলাদেশী। সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে জন্ম দিয়েছেন বলে তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি 'আল্হামদুলিল্লাহ'।বাংলাদেশের অন্যতম একটি IT blog site এ অংশগ্রহন করে আমি অনেক আনন্দিত। সকল টেক টিউনারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস