আসসালামু আলাইকুম। অনেকদিন পর টেকটিউনস-এ নিয়মিত হওয়ার চেষ্টা করছি। সবাই আশা করি ভালো আছেন। আসলে আল্লাহ যাকে কিবোর্ড আর মাউস চালানোর তৌফিক দিয়েছে সে অবশ্যই ভালো আছে।
আপনারা হয়তো অনেকেই এপস গুলো পূর্বে জেনে থাকবেন যারা এখনো খোজ পান নাই তাদের জন্যই আজকের এই টিউনস।
Play store এখন আর আগের মতো নেই, যে যেভাবে পারতাছে খালি এপস বানাইতাছে। আসলে দুঃখ লাগে যখন দেখি ইসলামিক নামে আজেবাজে এপস তৈরী হয়। কুরআন ও হাদীসের ভিত্তি ছাড়া যত এপস আছে ইসলামের নামে শুধুমাত্র বানিজ্যিক উদ্দেশ্য এছাড়া আর কিছু নয়। এমনও দেখছি যেকিনা বিভিন্ন অশ্লীল এপস বানায় সে আবার ইসলামিক এপসও বানায়। মানে চরম ফাজলামো ছাড়া আর কিছু নয়। তাই আসুন সঠিক ইসলাম জানা এবং মানার জন্যে নিম্নোক্ত এপসগুলো ডাউনলোড করে এর উপর আমল করি ইন শা আল্লাহ উপকার হবে।
চমৎকার ইউজার ইন্টারফেস সমৃদ্ধ আল কুরআনের এই এপসটির মূল আকর্ষন হলো আরবী শব্দে টাচ করলেই অর্থ জানা যায়। এতে বিভিন্ন ভাষার অনুবাদের পাশাপাশি বাংলায় রয়েছে চারটি অনুবাদ।
এতো এতো হাদীস যুক্ত এপস বাংলাদেশে এই প্রথম। আলহামদুলিল্লাহ ভাইদের কাজগুলো আল্লাহ কবুল করুন। এপসটিতে হাদীস ছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন ইসলামিক বই।
======================
========================
বিঃদ্রঃ স্মার্টফোনের স্টোরেজ এবং ইন্টারনেট স্পীডের কারনে এপসটির অনলাইন ও অফলাইন উভয় ভার্সনই রয়েছে।
ডাউনলোড করুন অনলাইন (আলাদা আলাদা করে ডাউনলোড করে নিতে হবে হাদীস এবং অন্যান্য বই যেটা আপনি প্রয়োজন মনে করেন।)
ডাউনলোড করুন অফলাইন (ফুল ভার্সন)
অনেক দ্বীনি ভাই বোনদের কাজের সমন্বয়ে তৈরী বাংলাদেশের অন্যতম একটি হাদীস এপস আল হাদিস। সিম্পল ডিজাইনে চমৎকার এর ইউজার ইন্টারফেস।
-------------------------------------------------
নামাযে (সলাতে) আল্লাহর সামনে দাঁড়িয়ে কি বলছেন তা কি জানেন??
অর্থপূর্ণ নামায (সলাত) এমন একটি অ্যাাপ যার দ্বারা আপনি নামাযের পঠিত সূরা, তসবিহ, দোআ ইত্যাদির অর্থ (প্রতিটি শব্দের অর্থ সহ) শিখতে পারবেন। আর এর দ্বারা আপনি আল্লাহর সামনে দাড়িয়ে কি বলছেন তা বুঝতে পারবেন এবং সলাতে মনোযোগ বাড়বে ইনশাআল্লাহ।
দোআ ও যিকির (হিসনুল মুসলিম) একটি এন্ড্রয়েড অ্যপ যাতে রয়েছে কুরআন এবং হাদিস থেকে সংকলিত সহীহ দোয়া ও যিকির যা নিত্যদিনের জন্য খুবই প্রয়োজনীয়। এতে কোন অ্যাড নেই, বাংলা ফনেটিক দ্বারা সার্চ করা যায় এবং এটি সম্পূর্ণ ফ্রী!!
এটি মূলত সাদ ইবনে ওহাফ আল-কাহতানী রচিত প্রসিধ্য বই হিসনুল মুসলিম (মুসলমানদের দূর্গ) এর উপর ভিত্তি করে তৈরি।
Play store এ ''ইসলামিক প্রশ্ন এবং উত্তর'’ এই টপিক্সে অনেক এপস পাওয়া গেলেও বিশুদ্ধ এপস পাওয়া যায় না। অনেক অজানা প্রশ্নের উত্তর এই এপসটিতে বিদ্ধমান। আলহামদুলিল্লাহ।
ইসলামের জ্ঞান সেরা জ্ঞান। একজন মানুষ হয়তো বিশাল জ্ঞান সংগ্রহ করতে পারেন, কিন্তু ইসলামি জ্ঞান ছাড়াই তিনি অজ্ঞ। এভাবে ব্যক্তির মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, তাই তাকে ইসলাম শিখতে হবে এবং এটি ছাড়া আর কোন উপায় নেই। আমাদের নবী মোহাম্মদ (সাঃ) বলেছেন: ''জ্ঞান অর্জন করা আবশ্যক'’ [সহীহ - ইবনে মাজাহ]
আজকে এতটুকুই। কাজে লাগলে শেয়ার করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস বলে আজকের টিউন শেষ করবো। ইন শা আল্লাহ আগামী টিউনে দেখা হবে।
"কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সোওয়াবের কোন কমতি হবে না।" [সহিহ মুসলিমঃ ২৬৭৮]
আপনার অত্মীয়-সজন, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন
আল্লাহ আমাদেরকে ইহকাল এবং পরকালে কল্যাণ দান করুন
আমীন।
আমি মুহাম্মদ জিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 162 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন মুসলিম বাংলাদেশী। সর্বশক্তিমান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশে জন্ম দিয়েছেন বলে তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি 'আল্হামদুলিল্লাহ'।বাংলাদেশের অন্যতম একটি IT blog site এ অংশগ্রহন করে আমি অনেক আনন্দিত। সকল টেক টিউনারের প্রতি আমার সালাম এবং অভিনন্দন।