★এটি আমার ১ম টিউন Techtunes তে,
যদি কোন কিছু ভুল করে থাকি! ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।
★চলুন টিউনটি শুরু করি,
এর আগে আরো কয়েকটি টিউন ছিলো এই বিষয় নিয়ে কিন্তু তা সকল ফোনে হয় না।
**কিন্তু আমার টিউনে সকল ফোনে হবে ইন্শাহআল্লাহ...!!
Play Store থেকে কোনো app ডাউনলোড করলে সেটা file manager এ backup নিতে পারেন না। আপনার ফোনে কোনো app install করা আছে কিন্তু file manager এ নেই। তা নিয়ে চিন্তিতো,,no problem দেখুন apps গুলো যেভাবে Backup নিবেন।
সাথে System apps গুলো ও Backup নিন।
★এর জন্য প্রয়োজন হবে, Es File Explorer
সবারেই এই app টি আছে কম বেশি, যাদের নেই তারা play store দিয়ে নামিয়ে নিবেন।
*★*চলুন কাজ শুরু করি,
♦প্রথমে "Es File Explorer" এ ঢুকুন,
8
★তারপর Sshot দেখে কাজ করুন,
★এখানে আপনার ফোনের Inastle কৃত সকল app show করবে।
(যেগুলো Backup নিবেন long press করে টিক দিন এবং Backup এ ক্লিক করুন।)
★হয়ে গেল backup।
★ এখন System apps Backup রাখতে নিচের মতো করুন,
★এখানে দেখুন আপনার ফোনের সকল System apps আছে।
(যেগুলো Backup রাখতে চান, আগের মতো তার ওপর long press করে টিক দিন।
এবং Backup এ ক্লিক করুন।)
**Apps Backup শেষ।
★এখন Backup. কৃত Apps গুলো দেখতে নিচের মতো করুন।
★আপনার Rom/phone memory তে যান,
★দেখুন সকল Backup রাখা apps গুলো এখানে, এখান থেকে আপনার বানানো যেকোন Folder এ নিয়ে রাখতে পারবেন।
[বিঃ দ্রঃ যাদের ফোনে Rom/phone memory তে পাবেন না তারা Sdcard এ পাবেন। উপরের Sshot এর মতোই আপনার Sdcard এ যান।
Sdcard0>>Backups>>apps>>♥
★কোন কিছু বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করুন।
**অপরাধকারী ব্যক্তি আর, অপরাধকারীকে অপরাধ করতে সাহায্যকরা ব্যক্তি উভয়ই সমান অপরাধি।** - আল হাদীস
♥♥ফেসবুকে আমি, Md Mostafezur
আমি Mostafezur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।