খালি গলাই আর কত? খুব সহজে মিউজিক যুক্ত করে সুন্দর করে তুলুন আপনার গান।

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন, আশা করি খুব ভালোই আছেন এখন, কারন টেকটিউনস এ থাকবেন কিন্তু ভালো থাকবেন না এটা হতেই পারে না।

যাইহোক আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি নিশ্চই টাইটেল এ দেখেই এই টিউন এ এসেছেন।

আমরা আসলে অনেকেই আছি যারা গান গাইতে ও তা রেকর্ড করতে খুবই পচন্দ করি।
সমস্যা একটাই খালি গলাই কি আর ভালো লাগে?
সবাই আসোলে চাই সে ভোকালে এ কারাওকে যুক্ত করতে।
এখন সমস্যা একটাই অনেকে এই বিষয়গুলো নিয়ে খুব একটা এগিয়ে যাই না।
আসোলে ব্যপার গুলো অত টা কঠিন কিছুই নয়।
সিংগার দের মত না হোক গান শোনার মত হলে ও অনেকে করতে চাই।
তাদের গুলোর মত করতে হলে
সে অনেক কিছুই লাগবে
বলতে গেলে স্টুডিও এর সকল সামগ্রী।
এখন আমি যেটা আপনাদের দেখাতে যাচ্ছি সেটি খুব কঠিন কিছু না।
যা লাগবে শুধু
একটি এন্ড্রয়েট ফোন আর
একটি এপ্স,
আর ভালো মানের একটি হেডফোন হলে ভালো হয়।তারপর,
খুব সহজেই আপনি আপনার নরমাল ভোকালে ইচ্ছে মত গানের কারাওকে যুক্ত করতে পারবেন। এবং গানটিকে অনেক সুন্দর করে শোনবার উপযোগী করে তুলতে পারবেন।
পুরো বিষয় নিয়ে লিখে বুঝাতে গেলে, অনেকে বুঝতে প্রব্লেম এ পড়তে পারে।
তাই একটি ভিডিও টিউটোরিয়াল বানিয়েছি

ভিডিও দেখতে কমেন্ড বক্স এ যান। সেখানে লিংক কমেন্ড করা আছে।

 

আশা করি আর বুঝতে পেড়েছেন
ট্রিক যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

আজকের জন্য এই পর্যন্ত,
সেই পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন,
দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল এ।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি রায়হান সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস