মানুষের জীবনের প্রতিটি দিন একই রকম যায় না। বাস্তবে সেটা সম্ভবও নয়। কখনো কখনো কাজে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়। আবার কখনো সময় একেবারেই কাটতে চায় না। যখন কাজের বেশ চাপ থাকে, তখন দেহ-মনের উপরও প্রচণ্ড চাপ পড়ে। প্রকৃতপক্ষে, জীবনের এই চাপ থেকে দূরে থাকার তেমন কোন সুযোগ থাকে না। কিন্তু কাজ শেষে ক্লান্তি দূর করার নানা রকম উপায় আছে। এ উপায়গুলো জানা থাকলে খুব দ্রুত ক্লান্তি দূর করে স্বস্তিতে ফিরে আসা যায়।
তাই ডেভেলপার টীম WikiBdApps শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করার অসাধারণ উপায় নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে।
যৌবনই হলো জিম করার সঠিক বয়স। জিমনেসিয়াম –এ গিয়ে বডি বানানো ও সিক্স প্যাক ব্যায়াম চর্চা করার এটাই সময়। আকর্ষণীয় ফিগার করার জন্য অ্যারোবিক, জগিং, পুশআপ, ডাম্বেল লিফটিং, স্কিপিং, রানিং বা স্ট্যান্ড, স্ট্রেচিং, ইয়োগা সহ পেটের মেদ ঝরানো যায় এমন ব্যায়াম করতে হবে। অতএব, জিমের যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান, জিম করার নিয়ম ও জিম করার উপকারিতা অপকারিতা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে।
তাই ডেভেলপার টীম WikiBdApps ব্যায়ামের নিয়ম, বডি বানানোর উপায় বা বডি বিল্ডিং করার উপায় নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে। এ অ্যাপ থেকে বডি বিল্ডিং টিপস এবং ব্যায়াম করার নিয়ম ও কৌশল সমূহ জানা যাবে।
বর্তমান যুগে মানুষকে শরীর ও স্বাস্থ্য নিয়ে বেশি সচেতন থাকতে হয়। কারণ মানুষের মধ্যে মোটা হয়ে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে। তাই এখন সবাই স্লিম ও চিকন হতে চায়। তবে এজন্য ডায়েট চার্ট অনুসরণ করা বেশ জরুরি।
তাই ডেভেলপার টীম WikiBdApps ডায়েট করার সহজ উপায় নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে।
ভুতের গল্প পড়লে কম-বেশি সবাই ভয় পায়। তবুও সবাই ভুতের কাহিনী পড়তে চায়। কেউ ভুতের গল্পের বই পড়ে, কেউ আবার ভুত এফ এম শোনে। ভূতের গল্প বলতে আমরা মূলত জীন ও ভুত পেত্নির গল্প –কেই বুঝি।
তাই ডেভেলপার টীম WikiBdApps ভয়ংকর ভূতের গল্প নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে। আমাদের এ ভুতের গল্প সমগ্র থেকে নানা রকম ভুতুড়ে বা ভুতুরে গল্প জানা যাবে।
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।