নিজেই তৈরি করুন QR কোড।।আর চমকে দিন সবাইকে।

R code বা কুইক রেসপন্স কোড এক ধরনের ম্যাট্রিক্স/ 2d বারকোড। সহজে বলতে গেলে আমাদের বহু পরিচিত বারকোডের এটি উন্নত সংস্করণ

। QR কোডে মেসেজ, নম্বর বা অক্ষর দিয়ে তৈরী ডাটা, সাইটের ইউ-আর-এল(URL), ফোন নম্বর ইত্যাদি ছবির আকারে এনকোড করে রাখা হয়। যা প্রথমে ডিজাইন করে জাপানের জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি টয়োটার অধীনস্থ ডেনসো এবং তা পরে সারা জাপানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে আর বারকোড হচ্ছে এক ধরনের অপটিক্যাল মেশিন দ্বারা পাঠ যোগ্য লেবেল যাতে ওই পণ্য সম্পর্কিত তথ্য সংযুক্ত থাকে।

তখন কুইক রেসপন্স কোড এ সঙ্কেতাক্ষরে লেখা কোন তথ্য নিদিষ্ট করে চারটি নমুনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, সংখ্যাসূচক, বর্ণ সূচক, বাইনারি (কম্পিউটার এর দ্বিপদ সঙ্কেত বা মেশিন ল্যাঙ্গুয়েজ), কান্দজি (এক ধরনের জাপানি লিপিবিদ্যা যা চায়না থেকে গ্রহণ করা)।

কুইক রেসপন্স কোড অটোমোবাইল কোম্পানি গুলো ছাড়িয়ে সাধারণ বারকোড ইউ.পি.সি বারকোড এর তুলনায় ব্যাপক জনপ্রিয় হবার কারণ হচ্ছে এটার দ্রুত তথ্য পুনরুদ্ধার করার ক্ষমতা আর অনেক বেশি আকারে তথ্য ধারণ ক্ষমতার জন্য। প্রথমে গুগল প্লে স্টোর এ যেয়ে QR Code reader লিখে এ্যপলিকেশনটি

download করে install করে নিন। এবার এ্যপসটি open করে যে কোনো QR Code এর উপর ধরলেই বুঝতে পারবেন।

নিজে QR কোড তৈরি করতে চাইলে নিচের link থেক ভিডিওটি দেখুন
<a [টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন] দেখতে এখান click করুন

Level 0

আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস