ইউটিউব ভিডিও দেখলে বেশি MB চলে যায়? সমস্যা সমাধানের জন্য YouTube GO

ইউটিউবে ভিডিও দেখতে আমাদের প্রচুর পরিমানে MB খরচ হয়। এছাড়া যখন ইন্টারনেট স্লো থাকে তখন ভিডিও দেখতে অনেক বাফারিংয়ের শিকার হতে হয়। গ্রাম এলাকায় যেখানে 2G স্পিড পাই সেখানে তো দেখায় যাই না।
এসকল সমস্যা সমাধানের জন্য YouTube একটি বিশেষ App Develop করেছে। অ্যাপটির নাম YouTube GO.
কিন্তু অ্যাপটি ভারত এবং পাকিস্তানে Release পেলেও বাংলাদেশে Unreleased রয়েছে।
কিন্তু আজকে আমি আপনাদেরকে YouTube GO অ্যাপটির ডাউনলোড লিংক দেবো যেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
YouTube GO ” ডাউনলোড করতে ক্লিক করুন ”
অ্যাপটির কিছু গুরুতপূর্ন বৈশিষ্ট্য যা Main YouTube App এ নেই।
1. MB খরচ কম।
2. 2G নেটওয়ার্কে ও ভিডিও দেখা যায়।
3. ভিডিও play করার আগেই একটা Preview দেখা যায়, ভিডিওতে কি আছে।
4. ১ টি ভিডিও দেখতে কত MB খরচ করবেন তা আগে থেকে নির্ধারন করে নেওয়া যায়।
5. অ্যাপটির সাইজ মাত্র ৯ MB, তাই ফোন হ্যাং করে না।
6. ভিডিওর Quality Control করা যায়।
7. ভিডিও Download করা যায়।
8. Download করা ভিডিও অন্যকে কোন Data খরচ ছাড়াই Transfer.
তাই এখনই কম ডাটা ব্যবহার করেই YouTube এর মজা নিন।
বুঝতে সমস্যা হলে আপনাদেরকে অনুরোধ করবো নিচের দেয়া লিংক থেকে ভিডিওটি দেখবেন।
ভিডিও টিউটোরিয়ালটি দেখতে “এখানে ক্লিক করুন”
আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন খোদা হাফেজ।
আমার ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখতে পারেন।

Level 0

আমি নাজমুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর লিখেছেন ভাই।

আশা করি নিচের লিংকটাও সবার উপকারে আসবে।
http://twineer.com/A9YP