প্রথমেই আমার সালাম নিবেন।যারা এখন ও Google Assistant ব্যবহার করেন নি অথবা যাদের সাপোর্ট করে না তাদের জন্যই আমার এই টিউন।
আমরা অনকেই এখনও Google Assistant সম্পর্কে জানি না,যারা জানি তাদেরকে আর বলতে হবে না এর কার্যক্ষমতা কিরূপের।
প্রথমে আপনাকে জানতে হবে Google Assistant এর কাজ কি এবং এটি কিভাবে কাজ করে। আমরা সবাই জানি গুগল হচ্ছে ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে শক্তশালী সার্চ ইঞ্জিন। পৃথিবী এমন কোনো বিষয় নেই যা গুগল জানে না।গুগল এর এই কার্যক্ষমতাকে কাজে লাগিয়ে গুগল টীম একটি অ্যাপ তৈরি করে আর সেই অ্যাপটিই হচ্ছে Google Assistant।
গুগল এর Google Assistant অ্যাপটির সাহায্যে আপনি আপনার দৈনিক জীবন এর কাজগুলো আরো সহজে করতে পারবেন। Google Assistant অ্যাপটি আপনাকে assist করবে ঠিক একজন অ্যাসিস্টিন্ট এর মত।আপনার যদি একজন অ্যাসিস্ট্যান্ট থাকতো তাহলে সে যা যা করতে পারতো এই অ্যাপটি দিয়ে ও আপনি সেই কাজ গুলো করতে পারবেন শুধু পার্থক্য হলো এটা একটি ভার্চু়াল অ্যাসিস্ট্যান্ট।
এই Assistant এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যেমন আপনি আপনার বাবাকে অথবা Contact লিস্ট থেকে কাউকে কল দিতে পারবেন আপনাকে শুধু বলতে হবে অথবা লিখতে হবে Call Father/নাম।আপনি আপনার Location দেখতে পারবেন।যেকোনো কিছু ট্রান্সলেট করতে পারবেন যেকোনো ভাষাই।আপনি অনলাইনে এ যাকিছু চান সবই পাবেন এই একটি অ্যাপ এ।এটি আপনি অফলাইনএ ও ব্যবহার করতে পারবেন যেমন কল দেওয়া,ফ্ল্যাশ লাইট অন/অফ করা,অ্যালার্ম সেট করা,অ্যাপ কন্ট্রোল করা সহ আরো অনেক ফিচারস আছে।
কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে ইন্টারেট এর সুবিধা কম থাকায় এবং মোবাইল ফোনে এর কনফিগরেশন উন্নত মানের না হওয়ার কারনে আমরা সবই গুগল আর Assistant অ্যাপটি ব্যবহার করতে পারছি না।কারণ Google Assistant শুধু Google Nexus অথবা Android 7+ এই সুধু ব্যবহার করা যায় যা আমাদের দেশে এখনও সম্পূর্ন Available হয়নি।তাই আপনাদের জন্য নিয়ে এলাম Google Assistant এর Alternative Google Allo।Google Allo তেও Google Assistant এর সকল সুবিধা পাবেন।এই লিঙ্ক এ গিয়ে দেখুন কেমন করে আপনি Google Allo এ Google Assistant এর ফিচারস অন করবেন।
কোনো কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন আমি সাহায্য করার চেষ্টা করবো।
এটি আমার প্রথম টিউন তাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমি ataur031। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।