অ্যান্ড্রয়েড ডেটাবেজ অ্যাপ তৈরী করুন সহজেই

আমাদের নিত্যদিনের অনেক কাজেই প্রয়োজন হয় ডেটাবেজ এর।  আর এসব ডেটাবেজ এ ডাটাগুলো দ্রুত ও সহজভাবে নোট করে রাখা বা ডেটাবেজ এ কোন ডাটা এন্ট্রি করে রাখার জন্যে মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোনের বিকল্প  নেই। কিন্তু মোবাইলে বিভিন্ন ডাটা রাখলে দুর্ঘটনাবশত তা হারিয়ে বা ডিলিট হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে একটি সহজ সমাধান হতে পারে অনলাইনে ডেটাবেজ তৈরী করে তাতে ডেটাগুলো জমা রাখা। আমরা আজকে জানব কিভাবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর পরিসেবা গুগল ফর্ম এবং গুগল স্প্রেডশীট এর সাহায্যে একটি অনলাইন ডেটাবেজ তৈরী করতে পারি।

যা যা প্রয়োজন:

পিসি,ইন্টারনেট, ইমেইল আইডি এবং এক্সেল ওয়ার্কশীট এ কাজ করার অভিজ্ঞতা

  • স্টেপ ১ঃ প্রথমেই লগইন করে নিতে হবে নিজের ইমেইল আইডি বা যে কাজের জন্য ডেটাবেজ বানাবো তার জন্য তৈরী ইমেইল আইডিতে।
  • স্টেপ ২ঃ গুগল ফর্ম এ গিয়ে নিজের ডেটাবেজ এ যে ধরনের বা যে যে টাইপের ডেটা ডেটাবেজ এ রাখবেন তার জন্য কোয়েশ্চন তৈরী করুন। ফর্ম এর জন্য সুন্দর একটি নাম (ডেটাবেজ এর নাম হিসেবে ব্যবহার হবে যেটা) দিন। আপনাদের বুঝার সুবিধার্তে কন্ট্যাক্ট ইনফরমেশন নামের ডাটাবেজ এর জন্য একটি গুগল ফর্ম এর স্ক্রিনশট দিলাম।

  • স্টেপ ৩ঃ  এরপর ঐ ফর্ম এর লিঙ্ক টি কপি করে কোথাও সংরক্ষন করুন। আওউটপুট স্প্রেডশীট এ গিয়ে ইচ্ছামতো ডিজাইন করুন। এরপর ঐ শীট এর লিংকটিও সংরক্ষণ করুন।
  • স্টেপ ৪ঃ  এবার এপ্সগেইজার বা অন্য কোন Website Apk Creator দিয়ে দুইটি অ্যাপ ক্রিয়েট করুন যেখানে লিংক হিসেবে এড করবেন পূর্ববর্তীতে সংরক্ষন করা ফর্ম ও শীট এর দুইটি লিঙ্ক।
  • স্টেপ ৫ঃ  এবার Apk দুইটি Android Phone  এ ডাউনলোড করে মোবাইলে ইন্সটল করুন।

ব্যাস, তৈরী হয়ে গেল আপনার ডাটাবেজ অ্যাপ।

ফর্ম লিংক দিয়ে তৈরী করা অ্যাপে ডাটা এন্ট্রি করুন ইচ্ছামতো এবং তার আউটপুট দেখুন শীট লিঙ্ক দিয়ে তৈরী করা অ্যাপ এ। (অবশ্যই ডাটা কানেকশন/ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে)

কোন ধরনের প্রশ্ন থাকলে টিউমেন্ট করতে ভুলবেন না যেন।

ফেসবুকে আমি: Musab Abdullah

Level 0

আমি মুসআব আব্দুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস