আমাদের অনেকের ফোনেই এমন অনেক মেসেজ বা কন্টাক্ট নাম্বার থাকে যেগুলো অন্য কেও দেখে ফেললে নানা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমন গোপনীয় মেসেজ বা কন্টাক্ট নাম্বার hide বা লুকিয়ে রাখা যায় খুব সহজেই। আর তা জানাতেই আমার আজকের টিউন।
আমাদের মোবাইলে অবশ্যই দুটি app install থাকা লাগবে।
(download করতে নামের উপর ক্লিক করুন)
download করার পর message classic app টিকে default messaging app হিসেবে select করে নিন।
এরপর আপনি মেনু থেকে my space app টি তে গিয়ে আপনার password সেভ করুন এবং recovery email দিন।
এরপর enable the hide icon mode বাটন টি ক্লিক করুন। এখন আপনার অ্যাপ মেনু তে আর my space app টি দেখা যাবে না।
এরপর ডায়েল প্যাডে গিয়ে ## সহ আপনার পাসওয়ার্ড টি লিখে ডায়েল করুন,আর দেখুন ম্যাজিক।
এখন আপনি আপনার পছন্দ মতো নাম্বার my space contact এ add করতে পারেন এবং প্রতিটি নাম্বারের জন্য আলাদা আলাদা message save করতে পারবেন। যখন ওই নাম্বার থেকে কোনো মেসেজ আসবে, আপনার ইনবক্সে আপনার লেখা মেসেজটি প্রদর্শিত হবে যাকে dummy message বলে। আপনি মেসেজটি রিপ্লাই দেওয়ার পর ডামি মেসেজটি নিজ থেকেই delete হয়ে যাবে (তবে আপনি চাইলে এই ফিচার টি বন্ধ ও রাখতে পারেন)।
আমি মাকসুদুর রহমান জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই ভাল টিউন।
এরকম টিউন করার জন্য ধন্যবাদ।