আসসালামু আলাইকুম,
কেমন আছেন বন্ধুরা? আশা করি ভাল আছেন,
আমিও ভাল আছি। অনেক দিন পর আপনাদের সামনে একটি টিউন নিয়ে হাজির হলাম।
আজকে আমি আপনাদেরকে দেখাবো বিদেশি নাম্বার দিয়ে কিভাবে ইমো খোলা যায়।
অর্থাৎ নিজের নাম্বার ছাড়া অন্য যে কোন দেশের নাম্বার দিয়ে কিভাবে ইমু একাউন্ট খুলবেন।
যাই হউক বিদেশি নাম্বার দিয়ে ইমু খুলার জন্য একটি সফটওয়্যার লাগবে। আমি যেভাবে দেখাবো সেই ভাবে যত খুশি তত imo একাউন্ট খুলতে পারবেন। প্রথমে plystore হতে এপ্স টা ইন্সটল করে নিন।
temporary number and emai লিখে সার্চ দিলে যে এপ্স টি আসবে তা ইন্সটল করবেন। এই এপ্স টা থেকে আপনি temporally কছু হাজার হাজার নাম্বার
পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন। এবং সেখানেই কনফার্ম কোড পাবেন।
যে ভাবে বিদেশি নাম্বার দিয়ে imo একাউন্ট খুলবেন,
১মে সফটওয়্যার টি ওপেন করুন
এখানে হাজার হাজার নাম্বার আছে
একটাতে ক্লিক করুন
কপি করুন নাম্বার টি
ইমোতে পেস্ট করুন।
এবার কনফার্ম করার পালা, কোড পাওয়ার জন্যে Update New ক্লিক করুন নিচে নিছে নতুন যে কোড টা এসেছে নিয়ে নিন কোড টা)
বসিয়ে দিন ইমোতে।
বেছ এবার মজা করে ব্যবহার করুন।
কান সমস্যা হলে কমেন্ড করুন।
টেকটিউনসে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন কিছু শেখার জন্য টেকটিউনসে সাথে থাকুন এবং আমার টিউন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।
আর হ্যা আমার Youtube Channel হতে একটু গুরে আসুন।
http://Www.Youtube.com/KtvBanglaTutorial
আর টিউন না বুজলে ভিডিওটি দেখতে পারেন।
আমি ফাহাদ কাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
fb te add korte paren…