আসসালামু ওয়ালাইকুম, সবাই কেমন আছেন। আসা করি সবাই ভালো আছেন। আমি আনেক দিন থেকেই টেককটিউনসের বিভিন্ন ধরনের টিউন পরে আসছি। তাই ভাবলাম আমিও কয়েকটা টিউন করি। এটাই আমার প্রথম টিউন। তাই ভুল হলে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন।
তাহলে মূল কথা আসি, আমি আপনাদের এমন কয়েকটা এপস এর সাথে পরিচয় করিয়ে দেব। যা কিনা আপনার লেখাপড়ার ক্ষেএে আপনাকে একটু হলেও সাহায্য করবে। অনেকেই এই অ্যাপস গুলোর সম্পর্কে জানেন। আর যারা না জানেন শুধু তাদের জন্য।
এটি একটি Dictionary অ্যাপস, এই অ্যাপসে যে কোন ইংরেজি বা বাংলা ওয়ার্ড লিখে সার্চ দিলে তার অর্থ পেয়ে যাবেন। এবং pronounce তে ক্লিক করে তার উচ্চারন সহ তা শুনতে পারবেন। এবং এই অ্যাপস মাধ্যমে আপনি আপনার মেধা যাচাই করার জন্য গেমসও খেলতে পারবেন।
Download link: https://play.google.com/store/apps/details?id=com.hdictionary.bn
এই অ্যাপস মাধ্যমে আপনি যে কোন বাংলা শব্দ লিখে সার্চ দিলে তার যত সামর্থক শব্দ আছে সব পেয়ে যাবেন। খুব কাজের একটা অ্যাপস। বলার মত কিছুই নেই, ব্যবহার করলেই সব কিছু বুঝে যাবেন।
Download link: https://play.google.com/store/apps/details?id=com.dict.bnbn
এই অ্যাপস ব্যবহার করতে ইন্টারনেটের প্রয়োজন হয়। এই এপ্সটি দিয়ে আপনি যে কোন ভাষা বাংলাই রূপান্তর করতে পারবেন। এবং বাংলা ভাষাকে যে কোন ভাষাই রুপান্তর করতে পারবেন।কোন ভাষা থেকে কোন ভাষাই ট্রান্সপার করবেন তা সিলেক্ট করে, শুধু লিখে দিলেই তার অনুবাদ চলে আসবে। কিংবা ক্যামেরার দ্বারা ফটো তুলে দিলেও তার অনুবাদ চলে আসবে।
এবং এটি দিয়ে SMS ও ট্রান্সপার করতে পারবেন। এবং আরো আনেক পিচার আছে এই অ্যাপ।
Download link: https://play.google.com/store/apps/details?id=com.google.android.apps.translate
খুব প্রয়োজনিও একটা অ্যাপ। এই অ্যাপস দ্বারা আপনি যে কোন গনিতের সমস্যা সমাধান করতে পারবেন। এই এপ্সে প্রবেশ করলে একটা কিবোর্ড আসবে অ্যাপসে নিজস্ব কিবোর্ড সব ধরনের গানিতিক চিহ্ন লিখা যায়। শুধু অংকটা লিখে দিলেই তার সমাধান চলে আসবে। এবং এটাতেও ক্যামেরার সুবিদা আছে। অংকের ফটো তুলে দিলেও তার সমাধান চলে আসে। এক কথা দারুন একটি অ্যাপস।
Download link: https://play.google.com/store/apps/details?id=com.microblink.photomath
এটাও একটা গনিত সমাধান-কারী অ্যাপ। বর্ননা দেওয়ার মত কিছুই নেই। Photomath এর মতও এর কার্জকর্ম।
কিন্তু এই অ্যাপস ক্যামেরার সুবিদাটা পাবেনা না।
Download link: https://play.google.com/store/apps/details?id=com.malmath.apps.mm
এটা হচ্ছে একটা ক্যালকুলেটর অ্যাপস। প্রাথমিক ভাবে ক্যালকুলেটর সবার মোবাইলেই দেওয়া থাকে। কিন্তু সেটের ক্যালকুলেটর দিয়ে সব হিসাব করা যায় না। কিন্তু Realcale দিয়ে সব ধরনের গানিতিক হিসাব-নিকাস করতে পারবেন। এবং সাইন্টেফিক ক্যালকুলেটর সকল সুবিদা পাবেন একটি মাএ অ্যাপস।
Download link: https://play.google.com/store/apps/details?id=uk.co.nickfines.RealCalc
আগে থেকে যদি কারো কাছে থেকে থাকে তাহলে তো ভালোই। আর যদি না থাকে তবে এক্ষনি ডাওনলোড করে নিন। আজ এই পর্যন্তই, আসা করি সবাই ভালো থাকবেন। আরো কয়েকটা টিউন করার ইচ্ছা আছে। দেখা যাক ইচ্ছা গুলো পূরন হয় কিনা।
(Tell all the friends, good bye).
আমি তুষার আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।