ত্যাগের মহিমা নিয়ে প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদুল আযহা প্রায় চলেই এসেছে আমাদের মাঝে। জিলহজ মাসের ১০ তারিখে আগামী ২ সেপ্টেম্বর তারিখে কুরবানি ঈদ ২০১৭ পালিত হবে।
ইদুল আজহা 'র এই মাসকে হজ পালনের মাসও বলা হয়। এই মাসে বেশ কিছু বিশেষ আমল রয়েছে। অন্যদিকে, কুরবানির মাস হওয়ার কারণে এই মাসের আলাদা মর্যাদা ও ফজিলত রয়েছে। কুরবানী শুদ্ধ হওয়ার জন্য কোরবানির সঠিক নিয়ম, কোরবানির দোয়া, কুরবানির মাসালা আমাদের জানা একান্ত প্রয়োজন।
অথচ কোরবানির সঠিক মাসয়ালা না জানার কারণে আমরা অনেক সময়ই দ্বিধায় পড়ে যাই। আবার ঈদের নামাজ পড়া নিয়েও বেশ ঝামেলা হয়। কুরবানির সঠিক মাসায়েল আর ঈদের নামাজের নিয়ম নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করা হয়েছে। এই ঈদুল আযহায় সবারই কাজে লাগবে অ্যাপটি।
মাসায়েলে কুরবানি কিংবা কুরবানীর নিয়ম ও মাসায়েল এবং ঈদের নামাজ পড়ার নিয়ম জানার জন্য ডেভেলপার টীম WikiReZon এই অ্যাপটি ডেভেলপ করেছে।
play store লিংকঃ https://play.google.com/store/apps/detailsid=com.WikiReZon.QurbaniEidNamaz
এই অ্যাপে সহিহ দলিল সহ কোরবানির ঈদ পালনের যাবতীয় পালনীয় নিয়ম – নীতি আলোচনা করা হয়েছে। অ্যাপটির তথ্যসমূহের সাথে কোরআন (কুরান) ও হাদিস এর বিশুদ্ধ রেফারেন্স যুক্ত করা হয়েছে। এ অ্যাপ থেকে কুরবানির সহীহ শুদ্ধ নিয়ম, কুরবানীর মাসালা ও ঈদের নামাজের নিয়ম জানা যাবে।
✓ কোরবানি শব্দের অর্থ ও সংজ্ঞা
✓ কোরবানির ইতিহাস
✓ কোরবানির মৌলিক শিক্ষা
✓ কোরবানির তাৎপর্য ও গুরুত্ব
✓ কোরবানির লক্ষ্য ও উদ্দেশ্য
✓ কুরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত
✓ জিলহজ মাসের দশ দিনের আমলসমূহ
✓ ঈদুল আযহার তাকবীর
✓ ঈদ-উল-আযহা বা কোরবানির দিনের সুন্নাত আমল
✓ ঈদুল আযহায় বর্জনীয় বিষয়সমূহ
✓ যেসব কারণে কুরবানি শুদ্ধ হবে না
✓ পশু কুরবানির সহীহ নিয়ম
✓ কুরবানির পশু জবাই করার দোয়া
✓ ঈদুল আযহার নামাজের নিয়ম
নিম্নে উল্লেখিত কোরবানির গুরুত্বপূর্ণ মাসায়েল বা মাসয়ালা সমূহ কুরবানি দাতাকে সহিহ নিয়ম জানতে সাহায্য করবে। যেমনঃ
কাদের উপর কুরবানী ওয়াজিব, কুরবানির নিসাবের পরিমাণ, নিসাবের মেয়াদ, একান্নভুক্ত পরিবারের সদস্যদের কোরবানি, নাবালেগের (অপ্রাপ্তবয়স্কের) কুরবানী, নাবালেগের পক্ষ থেকে কুরবানী, মুসাফিরের জন্য কুরবানী, কুরবানীর শেষ সময়ে মুকীম হলে করণীয়, দরিদ্র ব্যক্তির কুরবানীর হুকুম, হাজীদের উপর ঈদুল আযহার কুরবানী, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানী, মৃতের পক্ষ থেকে কুরবানী. জীবিত ব্যক্তির নামে কুরবানী- মাসায়েলগুলো জানতে পারবেন এ অ্যাপ থেকে।
ঋণ করে কুরবানী করা যায় কিনা, অন্য কারো ওয়াজিব কুরবানী আদায় করতে চাইলে করণীয়, বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানী অন্য স্থানে করা যায় কিনা, কুরবানীদাতা ভিন্ন স্থানে থাকলে কখন জবাই করবে, কুরবানীর সময়, কোন দিন কুরবানী করা উত্তম, প্রথম দিন কখন থেকে কুরবানী করা যাবে, রাতে কুরবানী করা যায় কি যায় না, কুরবানী করতে না পারলে করণীয়, কুরবানীর উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর জবাই করলে কী হবে, কোন পশু দ্বারা কুরবানী করা যাবে, খাসীকৃত ছাগল দ্বারা কুরবানী হবে কিনা, মোরগ কুরবানি করা যায় কিনা।
☆ কুরবানীর উত্তম পশু কোনগুলো
☆ কুরবানীর পশুর বয়সসীমা
☆ নর ও মাদি পশুর কুরবানী
☆ খোড়া, রুগ্ন ও দুর্বল, দাঁত নেই, শিং ভাঙ্গা বা ফাটা, কান বা লেজ কাটা এমন পশুর কুরবানী করা যায় কিনা
☆ অন্ধ কিংবা গর্ভবতী পশুর কুরবানী
☆ বন্ধ্যা বা পাগল পশুর কুরবানী
☆ এক পশুতে শরীকের সংখ্যা
☆ সাত শরীকের কুরবানী
☆ কোনো অংশীদারের নিয়ত গলদ হলে কী হবে
☆ কোন অংশীদারের উপার্জন হারাম হলে কী হবে
☆ কোনো শরীকের মৃত্যু ঘটলে কী করতে হবে
☆ কুরবানীর পশুতে আকীকার অংশ রাখা যায় কিনা
☆ কুরবানীর পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে কী করতে হবে
☆ কুরবানীর পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যায় কিনা
☆ কুরবানীর পশুর বাচ্চা হলে কী করতে হবে
☆ পশু জবাই করার বিধান, পশু জবাইয়ের অস্ত্র
☆ কুরবানীর গোশত বণ্টন, মানতের কুরবানীর মাংস বন্টন
☆ কুরবানীর গোশত বিধর্মীকে দেওয়া যায় কিনা
☆ গোশত ও চর্বি বিক্রি করা যায় কিনা
☆ কুরবানীর চামড়া বিক্রির অর্থ কী করতে হবে
☆ কাজের লোককে কুরবানীর গোশত খাওয়ানো
☆ জবাইকারীকে চামড়া ও গোশত দেওয়া দেয়া যায় কিনা
☆ জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যায় কিনা
উপর্যুক্ত সমস্ত প্রশ্নের জবাব পাওয়া যাবে এই একটি অ্যাপ থেকেই।
প্লে-স্টোরে অ্যাপটি পাবেন নিচের লিংক থেকেঃ
https://play.google.com/store/apps/detailsid=com.WikiReZon.QurbaniEidNamaz
প্লে-স্টোর চ্যানেল WikiReZon থেকে প্রয়োজনীয় অন্যান্য অ্যাপস ইন্সটল করতে পারেন। ইনশাআল্লাহ, অতি শীঘ্রই আরও কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হবো। টিউনটি ধৈর্য নিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে টিউমেন্ট করবেন।
আমি শামসুল আরিফিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সোহাগ হাসান, আপনার টিউমেন্টের জন্য ধন্যবাদ।