এক মোবাইল এ ডাবল Apps ব্যবহার করবেন -যেকোন সফটওয়্যার ডাবল ডাবল ব্যবহার করুন।

যে কোন অ্যাপ এর clone
তৈরি করুন এবং একই অ্যাপ ২বার ইন্সটল/
ব্যবহার করুন আপনার ফোনে No Root Needed
আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায়  ভালো আছি। এবার যে কোন অ্যাপ কে clone করে একি অ্যাপ ২বার ব্যবহার করুন আপনার ফোনে। এর জন্য আপনাকে ফোন রুট করার ও দরকার নেই আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অ্যাপ নিয়ে এসেছি যা সবার দরকার হবে এই অ্যাপ দিয়ে আপনি যে কোন অ্যাপ এর ক্লোন বানাতে পারবেন।
একটা ফোনে সাধারণত এক অ্যাপ ২বার ব্যবহার করা যায় না। কিন্তু আমরা ব্যবহার করতে পারব। যেমন আপনি coc গেম টা ২টা আইডি তে খেলতে চান কিন্তু এর জন্য
আপনার বার বার log out করা লাগবে। কিন্তু এই অ্যাপ দিয়ে আপনি coc game টা ক্লোন বানিয়ে নিতে পারবেন। এতে এক সাথে ২টা আইডি ব্যবহার করতে পারবেন।

আপনার যদি বুঝতে অসবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখুনঃ


যা যা লাগবে
Parallel Space software

কাজের ধাপ

► অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করুন।

► ওপেন করুন এবং (+ চিহ্ন) Add an Apps এর ক্লিক করুন

► এবার আপনার Install করা সব অ্যাপ Show করবে।

► যে অ্যাপ কে ডাবল বানাতে চান তার উপর ক্লিক করুন। ক্লিক করলে Loading.. হবে আর Parallel Space এর Home Page এ আসবে। কাজ শেষ

► Home Page এ আশা অ্যাপ টি Clone Apps

► এখন Original Install থাকা Apps এ এক ID এবং Parallel Space থাকা Apps এ আরেক ID ব্যবহার করতে পারবেন।

Level 0

আমি শুয়াইবুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস