যেভাবে আপনার অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো করবেন!

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল Apple iOS এর মতো ব্যবহারের উপায় সম্বলিত আমার আজকের টিউন।

বর্তমান সময়ে প্রযুক্তিপণ্যের তালিকায় অ্যাপলের পণ্যগুলো যে সবার আগে রয়েছে এ ব্যাপারে আমাদের কারও বিন্দুমাত্র সন্দেহ থাকার কথা নয়। কারণ সুন্দর ডিজাইন, অদ্বিতীয় ইউজার ইন্টারফেইস, স্পিড সবকিছু মিলিয়ে অ্যাপলের প্রোডাক্টের কোন তুলনা চলে না। তবে প্রোডাক্টের বিচারে অ্যাপল যতোই এগিয়ে থাক দামের কথা চিন্তা করলে আমাদের অধিকাংশের অ্যাপলের প্রোডাক্ট কেনার সামর্থ্য হয় না। উদাহরণ হিসাবে iPhone এর কথায় ধরুন না। আমাদের কয় জনের হাতে iPhone রয়েছে? অথচ ভালো একটা আইফোনের স্বপ্ন আমরা কমবেশি সবাই দেখি। কথায় আছে, যারে পছন্দ করি তার বাড়ির কুকুরও দেখতে সুন্দর লাগে। আর iPhone পছন্দ করার কারণে এর স্টাইলগুলো আমরা আমাদের ফোনগুলোতে পেতে চাই। এ কারণে অনেকে বিভিন্ন ধরনের Launcher ব্যবহার করে থাকে। তবে দুধের সাধ মাঝে মাঝে ঘোলে মিটানোর সামান্য উপায় থাকলেও আমাদের মনে শান্তি আসে না। কারণ অ্যান্ড্রোয়েড এর Launcher পরিবর্তন হলেও অধিকাংশ প্রোগ্রাম অ্যান্ড্রোয়েড এর মতোই থেকে যায়। আজ আমরা দেখবো কীভাবে অ্যান্ড্রোয়েড ফোনকে অবিকল iPhone এর মতো করতে হবে। মানে অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমকে Apple iOS এর মতো। এর জন্য প্রয়োজন হবে আমাদের একাধিক অ্যাপ্লিকেশন। তাদের কোনটা পেইড ভার্সন আবার কোনটা ফ্রি। তবে সবকিছু মিলিয়ে আজ পুরোটাই ফ্রিতেই পাবেন। নিচ থেকে ভিডিওটি দেখুন আর শিখে ফেলুন।https://youtu.be/jFMdBT1IqSE

Level 0

আমি সাকিব রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a tuner.I loved techtunes website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস