বাংলাদেশি ১ টা অ্যাপ নিয়ে। যা সম্প্রতি ক্লাউড হাব নামের ১টা প্রতিষ্ঠান রিলিজ করেছেন।
।
অ্যাপ টির নাম BdCash।
।
অ্যাপ টি প্রতিদিন ব্যবহার করে আপনি কিছু অর্থ উপার্জন করতে পারবেন এবং সেই অর্থ বিকাশ, রিচার্জ ও রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
।
প্রথমে অ্যাপ টি আপনাকে প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে হবে।
BdCash অ্যাপ এর প্লেস্টোর লিংক ঃ
download now
তারপর আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। ড্যাশবোর্ডে ঢুকলে নিচের চিত্রের মত দেখতে পারবেন।
চিত্রতে দেখুন কিছু Earn 5 coins, Earn 3 coins বাটন দেখতে পাচ্ছেন। যেগুলোতে ক্লিক করে আপনি কয়েন উপার্জন করতে পারবেন।
বাটন গুলোতে ক্লিক করলে আপনি ভিডিও অ্যাড ইমেজ অ্যাড দেখতে পারবেন। দেখা শেষ হলেই আপনার একাউন্টে কয়েন জমা হয়ে যাবে।
যদি আপনি বাটনগুলো না পান, তাহলে বুঝবেন আপনার এরিয়াতে এখন অ্যাড নেই। তখন আপনি ভিপিএন ব্যবহার করে দেশ পরিবর্তন করে উপার্জন করতে পারবেন।
এইভাবে ১০০০ কয়েন হলেই আপনি টাকা বিকাশ, রিচার্জ অথবা রকেটে নিতে পারবেন। ১০০০ কয়েনে আপনি ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত পেতে পারেন। আপনি পে আউট রিকুয়েস্ট দিলে ১ – ৭২ ঘন্টার মধ্যে টাকা পেয়ে যাবেন।
আপনি ইচ্ছে করলে আপনার বন্ধুকে রেফার করে অথবা আপনার রেফার লিংক ফেসবুকে শেয়ার করে উপার্জনও করতে পারবেন। প্রত্যেকটা রেফারের জন্য আপনি পাবেন ৪৫ কয়েন আর আপনার বন্ধু পাবে ১৫ কয়েন। এভাবে আপনি ৫১০ কয়েন উপার্জন করতে পারবেন।
BdCash বাংলাদেশী ব্যবহার কারীদের জন্য তৈরি একটি ইনকামের সিস্টেম। এটি মূলত সহজ এবং পেমেন্ট নিশ্চতি ও অন্যন্যা সাপোর্ট এর দিক বিবেচনা করে তৈরি করা হয়েছে, কেননা বাহিরের সিস্টেম গুলোতে সহজে কাজ করা বা পেমেন্ট নিয়ে সমস্যা বা অন্য কোন সমস্যায় পরলে তার সহায়তা পাওয়া যায় না।
এটি দিয়ে আপনি শুধুমাত্র কিছু টাকা আয় পারবেন। যা দিয়ে আপনি ছোট খাট কাজ যেমন মাসিক ইন্টারনেট খরচ, কথা বলার খরচ চালাতে পারবেন। আপনি যদি এটি অনলাইন টাকা ইনকামের ক্যারিয়ার মনে করেন তাহলে ভুল করবেন।
।
এবার দেখুন কিভাবে ১৫ কয়েন ফ্রি পাবেন!
।
১৫ কয়েন ফ্রি পাওয়ার জন্য আপ এ প্রবেশ করার পর Reffer and earn এ ক্লিক করুন।
এবার প্রথম বক্স এ নিচের কোডটি কপি করে দিন।
Code:9695D1342B2D308
কোডটি দিলে ফ্রি ১৫ কয়েন পাবেন নইলে পাবেন না।
।
এবার দেখুন নিচের ঘরে আপনার টোকেন রয়েছে, এই টোকেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্রতি রেফারেল এ পাবেন ৪৫ কয়েন!
আমি মোঃ মিনহাজ কবির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।