অনেক টাকা খরচ করে Xiaomi /শাওমি ফোন কিনলেন আর তা (Original) জিনুইন/অরিজিনাল কিনা তা জানেন? জানেন না? তাহলে কি করে হয়? চলুন জেনে নিই!!

চীনের অ্যাপলখ্যাত শাওমি ফোন আসলেই অ্যাপলের আরেকরুপ বলা যায়। কারণ, তাদের সবকিছুই অ্যাপলের মতো ফোন থেকে নিয়ে ফোনের রক্ষণাবেক্ষন, সুবিধা, ইন্টারফেস ইত্যাদি। আর তারা প্রতিনিয়ত তাদের নতুন নতুন ফিচার দিয়ে এর ব্যবহারকারীদের অবাক করে চলেছে। এবার ‘এমআই ভেরিফিকেশন’। অর্থাৎ আপনি শাওমি’র যে ফোনটি কিনলেন তা জিনুইন কিনা তা জানা যাবে তাদের সার্ভারে রাখা তথ্য থেকে সরাসরি আর এজন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে, যা নিম্নরুপ:--
১। শাওমি ফোন ভেরিফাই করার জন্য ’এমআই ভেরিফিকেশন’ (MI Verification) অ্যাপটি ডাউনলোড করুন, ডাউনলোড করার নিচের লিংকে ক্লিক করুন,
২। আপনার ফোন ভেরিফাই করার জন্য আপনাকে নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করতে হবে,
৩। ভেরিফিকেশন প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধিতে এটি পারফর্মেন্স মোড (Performance Mode) চালু করতে সহায়তা করবে,

৪। দ্রুতই অ্যাপের নিচের অংশে ‘স্ক্যান এন্ড ভেরিফাই’ (Scan & Verify) দেখা যাবে, ‘ভিউ ডিটেইল’ (View Detail) বাটনটি দিয়ে দেখা যাবে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন (Full Specification)। কিন্তু এটি আবার অনুমতি চাইবে ভেরিফাই করার জন্য,
৫। কিউআর কোড স্ক্যান করার জন্য  'ভেরিফাই করুন'  QR কোডটি  আপনার পিসির ডিসপ্লে’তে রাখুন,

৬।  ফোনের উপর বাটনটিতে ট্যাপ করুন এবং স্ক্যান করা শুরু করুন,

৭। স্ক্যান ইনিশিয়েটেড বা সম্পন্ন (Scan Initiated) লেখাটি দেখালে পড়ে, প্রথমেই হার্ডওয়্যার স্ক্যান করবে,
৮। তারপর দেখতে আপনার পিসিতে ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হয়েছে,
৯। সিরিজ টেস্ট (Series Test) সম্পন্ন করার পর এটি রেজাল্ট দেখাবে,
১০। তার আপনার ফোনটি সম্পূর্ণরুপে জিনুইন (Fully Genuine) যা নিম্নরুপ তথ্য দেখাবে,

Level New

আমি পিসি হেল্প৭৮৬ডট ব্লগস্পটডটকম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় পিসি হেল্প৭৮৬ডট ব্লগস্পটডটকম,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।