পড়ুন দেশের সব সংবাদ এক জায়গায়

অনেকেরই দিনের শুরুটা হয় সংবাদপত্র দিয়ে। আগে ছিল কাগজের পত্রিকা, সকালে চা খেতে খেতে পত্রিকার পাতা উল্টানো এখনও অনেকের শখ। দেশে ইন্টারনেট জনপ্রিয়তা পাওয়ার পর থেকে এখন কাগজের পত্রিকার জায়গা অনেকটাই দখল করেছে অনলাইন নিউজ পেপার। তাই, সকালে কাগজের পত্রিকার বদলের আজকাল তরুন প্রজন্মের পছন্দ মোবাইলে একে একে  মোটামুটি সবগুলো প্রথম সারির সংবাদ পত্রের সংবাদগুলো দেখে নেয়া।
কিন্তু এখানে আবার বেশ কিছু কিছু সমস্যা।  যেমন, প্রথম সারির অনেক সংবাদ পত্রই ডেটা ফ্রেন্ডলি (অর্থাৎ যাদের লিমিটেড ডেটা তাদের হিসেব করে চালাতে হয়)।
সবগুলো পত্রিকা ব্রাঊজ করে একে একে মূল মূল সংবাদগুলো পড়াও একটু সময় সাপেক্ষ।

তো এই সব সমস্যা থেকে বাচতেই মূলত রয়েছে News Bridge নামের একটা অ্যাপ। তাহলে চলুন দেখে নেই কি কি সুবিধা আছে এই অ্যাপ  এ।

 

  • পরিপাটি ডিজাইন।
  • দেশের প্রথম সারির সব  সংবাদ পত্রের লাইভ আপডেট
  • নিজের পছন্দ মত ক্যাটাগড়ি সিলেক্ট করে কাস্টমাইজ পেজ (যেটাকে অ্যাপ এ বলা হয়েছে দেয়াল) বানিয়ে নেয়া। যেখানে শুধু আপনার পছন্দের সংবাদগুলোই আসবে।
  • অফলাইন মোডঃ  ধরুন আপনি বাসা থেকে বেরিয়ে যাবেন। মোবাইলের ডেটা শেষ। আপনি চাইলে নিউজ অফলাইনে সেভ করে নিয়ে যেতে পারবেন যেগুলো পরে ইন্টারনেট কানেকশন ছাড়াই পড়তে পারবেন।
  • এছাড়া  ফিল্টার করে দেখতে পারবেন দিনের, সপ্তাহেরমাসের সেরা সেরা সংবাদগুলো।
  • নিউজে নিজের পছন্দমত ফন্ট সাইজ ছোট বড় করার অপশন।
  • নাইটমোড রিডিং অপশন।
  • ইনস্ট্যান্ট পেজ ব্রাউজিং।

 

অ্যাপ এর কিছু স্ক্রিনশট দিলামঃ

 News Bridge - Latest Bangla News- screenshot

 News Bridge - Latest Bangla News- screenshot

 

কিভাবে ডাউনলোড করবেনঃ

প্লেস্টোরঃ এখানে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন অ্যাপটি।

যাদের প্লেস্টোর থেকে নামাতে সমস্যা তার খুব সহজেই অ্যাপ এর ওয়েবপেজ থেকে সরাসরি apk ডাউনলোড করে নিতে পারেন।

 

 

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় জাবেদ ভূঁইয়া,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।