আসসালামু আলাইকুম, আমি ফাহাদ কাজী। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আবার হাজির হয়েছি নতুন একটা টিউন নিয়ে। এই টিউন মুলত যারা মোবাইল দিয়ে ইউটিউব খুলছেন তাদের জন্যে। আমি আপনাদেরকে একটা এপ্স এর সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ম্যানেজ করবেন। এপ্স টার নাম Youtube creator Studio এ আপ্স টি playstore হতে ইন্সটল করুন।শুধু নাম লিখে চার্ছ দিন এবং ইন্সটল করুন। অফিসিয়াল ইউটিউব Creator স্টুডিও অ্যাপ আপনার চলমান YouTube চ্যানেলগুলি পরিচালনা করতে দ্রুত এবং সহজতর করে তোলে। আপনার সাম্প্রতিক পরিসংখ্যান পরীক্ষা করতে পারবেন। টিউমেন্টগুলিতে সাড়া দিতে পারবেন। আপনার ভিডিও থাম্বনেল তৈরি করা সহ টিউন এ কেউ টিউমেন্ট করলে ভিডিও ওপেন না করে কমেন্ড এর রিপলে দিতে পারবেন। কোন ভিডিও সবচেয়ে বেশি ভিউ হচ্ছে এবং কোন দেশ হতে ভিউ আসছে তা খুব সহজে দেখতে পারবেন। এবং কোন keyword দিয়ে চার্ছ দিয়ে আপনার ভিডিও পেয়েছে তা দেখতে পারবেন।
না বোঝলে আমার ভিডিও টি দেখুন
আমি ফাহাদ কাজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।