আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালোই আছি। আমি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনার স্লো এন্ড্রয়েড মোবাইলকে খুব সহজেই সুপার ফাস্ট করা যায়। আজকেও আমি আপনাদের জন্য হাজির হয়েছি অসাধারণ একটা টিউন নিয়ে। আমার আজকের টিউনে আপনাদের কে আমি দেখাবো কিভাবে আপনার প্রেমিকা বা প্রিয় জনের কল রেকর্ড আপনার ফোন শুনতে পারবেন।
চলুন বন্ধুরা মূল টিউনে চলে যাই। এই কাজটি করার জন্য প্রথমে এই লিংক থেকে অ্যাপস টি ডাউনলোড করে নিন। এর এপসটির বাম কোনায় তিনটি ডট আছে ওখানে ক্লিক করেন। এবার সেটিং এ ক্লিক করেন। এর পর রেকর্ড লেখাতে ক্লিক করে নটিফিকেশন থেকে মার্ক টা আনমার্ক করে দিন।
এরপর ব্যাক এসে টুইকস লিখাতে ক্লিক করেন। এবার টুইকস থেকে Improve Call Detection এ মার্ক করুন। আবার ব্যাক আসুন তারপর security তে ক্লিক করুন। এখান থেকে Passcode এ ক্লিক করেন। যেকোন ৪ সংখ্যার পিন নাম্বার দিন। এর নিচের দিকে লক্ষ করে দেখুন Hide Application লিখা আছে ওইটা তে মার্ক করুন।
এর পর ব্যাক এসে লক্ষ করে দেখুন Dropbox আর Google Drive আছে।আপনি কল রেকর্ড যেভাবে নিতে চান সেটা সিলেক্ট করেন। আমি গুগল ড্রাইভ ই সাজেস্ট করি।এবার গুগল ড্রাইভে ক্লিক করেন। Connect লিখাতে ক্লিক করেন। এবার আপনার একটি জিমেইল আইডি দিয়ে কানেক্ট করেন। এবার আপনার ওই জিমেইল দিয়ে গুগল ড্রাইভে প্রবেশ করুন।সেটিং থেকে Transfer Files Over wifi এর মার্ক টা তুলে দিন। ব্যাস কাজ শেষ। এবার কল করে দেখুন সব রেকর্ড আপনার গুগল ড্রাইবে চলে আসছে।
এপস টি হাইড করা থাকবে। এপস বের করার জন্য ফোনের ডায়াল প্যাড থেকে **আপনার দেয়া পাসওয়ার্ড ## দিয়ে ডায়াল করলেই বের হবে। যদি কেউ নাবুঝেন তবে আমার ভিডিওটি দেখতে পারেন।
ভিডিও দেখুন
ভালো লাগলে অবশ্যই লাইক,টিউমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের মাঝে আবারো হাজির হব নতুন কোন ট্রিকস সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আমি মোঃ মোজাম্মেল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।