খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে বানিয়ে ফেলুন সিসিটিভি ক্যামেরা/ওয়েবক্যাম/স্পাইক্যাম

সবাইকে “টেক পরিবার” এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং বরাবরের মত আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি অসাধারন টিপস। আর সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলটিকে খুব সহজেই  সিসিটিভি ক্যামেরা/ওয়েবক্যাম/স্পাইক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে “আইপি ওয়েবক্যাম (IP Webcam)”। কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে সেটি জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না। ডাউনলোড এবং ইনস্টল করার পর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর একদম নিচে “Start Server” নামে একটি অপশন আছে সেটিতে ক্লিক করবেন। তারপর “No” অপশনে ক্লিক করবেন।

তারপর আপনার মোবাইলের ক্যামেরা ওপেন হবে এবং একটি আইপি এড্রেস দেখতে পাবেন।

এবার আপনি যে ডিভাইস  দিয়ে আপনার মোবাইলটি মনিটর করতে চান, সেই ডিভাইসটির  (কম্পিউটার অথবা মোবাইল হতে পারে। আমি মনিটরিং করার জন্য এখানে কম্পিউটার ব্যবহার করেছি) ওয়েব ব্রাউসার ওপেন করবেন এবং সেখানে আইপি এড্রেসটি টাইপ করবেন।

তারপর নিচের মত একটি পেইজ আসবে এবং সেখান থেকে আপনি “Video Render - Flash” এ ক্লিক করবেন।

তারপর আপনি আপনার মোবাইলটি দিয়ে যে জায়গা অথবা যা কিছু মনিটর করতে চান সেখানে স্থাপন করবেন, আর মনিটরিং ডিভাইসটি (আমার ক্ষেত্রে কম্পিউটার) দিয়ে সেখানের অবস্থা মনিটর করতে থাকুন।

এভাবে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে বানিয়ে ফেলতে পারেন সিসিটিভি ক্যামেরা/ওয়েবক্যাম/স্পাইক্যাম। আরও বিস্তারিত জানার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন এবং টিওনটি / ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও নিজেদের অ্যান্ড্রয়েড মোবাইলকে সহজেই সিসিটিভি/ওয়েবক্যাম/স্পাইক্যাম হিসেবে ব্যবহার করতে পারে।

ভিডিও লিংকঃ https://www.youtube.com/watch?v=uiViGkgVOAk

আর আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিদিন এইরকম মজার মজার ইনফরমেশন এবং টিপস দিয়ে থাকি। প্রতিদিন এইরকম মজার মজার টিপস পেতে চাইলে, এখনই নিচের লিঙ্ক এ ক্লিক করে (এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে) ফ্রিতে “টেক পরিবার” এর সদস্য হয়ে যান।

ইউটিউব চ্যানেলে লিংকঃ https://www.youtube.com/channel/UCTAP0GE_dMIar0AKK517gcw?sub_confirmation=1

আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন।

Level 0

আমি টেক পরিবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস