আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অনেক দরকারী একটা অ্যাপস। নাম “Tv Guide Bangladesh". টাইটেল শুনেই অনেকে বুঝে গেছেন অ্যাপস-টি কি সম্পর্কে। হ্যাঁ ঠিকই ধরেছেন অ্যপস-টি তে রয়েছে বাংলাদেশ ও ইন্টারন্যশনাল টিভি চ্যানেলের সময়সূচী ও লাইভ টিভি চ্যানেলের সুবিধা। আপনার স্মার্টফোনকে আরো স্মার্ট করে তুলবে।
আমাদের দৈনন্দিন ব্যস্ততম জীবনে এই অ্যাপস-টি আপনাকে বলে দিবে এখন কোন টিভি চ্যানেলে কোন প্রোগ্রাম হচ্ছে। আপনি একটি মাত্র অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ ও ইন্ডিয়ান ও অন্যান্য দেশের জনপ্রিয় সব কয়টি চ্যনেলের সময়সূচী জানতে পারবেন। সর্বমোট ৬০ টির মত টিভি চ্যনেলের সময়সূচী জানতে পারবেন। সেই সাথে জনপ্রিয় বাংলা চ্যনেলগুলোর লাইভ টিভি দেখার সুবিধা তো থাকছেই। লাইভ টিভি চ্যানেল বাড়ানেরা কাজ চলছে। সফটওয়্যারটি ডেভেলপ করেছেন, বাংলাদেশের টপ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ”ডাটাসফট বাংলাদেশ লিমিটেড”।
অ্যাপস-টির অনেক সুবিধা রয়েছে সুবিধাগুলো হলো আপনি আপনার পছন্দের প্রোগ্রাম রিমাইন্ডার করে রাখতে পারবেন। প্রোগ্রামটি আরম্ভ হওয়ার আগে আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে। আজকের অনুষ্ঠান সূচী ছাড়াও আগামী সাত দিনে কি কি আপকামিং প্রোগ্রাম আসবে সব জানতে পারবেন। সুতরাং প্রিয় অনুষ্ঠান আর মিস হবেনা। আরো রয়েছে ক্যটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে সব প্রোগ্রাম যেমন মুভি, নাটক, সিরিয়াল, টেলিফিল্ম, কৃষি, টক-শো ইত্যাদি।
প্রত্যেকটি নাটক ও মুভির রয়েছে ট্রেইলার অথবা সম্পূর্ণ অংশ। সুতরাং টিভি প্রোগ্রাম শুরু হবার আগেই আপনি বিস্তারিত সব তথ্য পেয়ে যাচ্ছেন এই অ্যাপস-এর মাধ্যমে। আরো রয়েছে অভিনেতা বা অভিনেত্রির সকল প্রোগ্রাম অর্থ্যাৎ আপনার প্রিয় অভিনেতার নাম সিলেক্ট করলেই দেখতে পারবেন তার কি কি প্রোগ্রাম চলছে বা চলবে। টিভির সময়সূচী নিয়ে আরও কিছু অ্যাপস রয়েছে তবে, ওগুলোতে এতগুলি সুবিধা পাবেননা। এর জন্য টিভি গাইড অ্যপস সবার থেকে সেরা।
তো আর দেরি কেন এখনই আপনার স্মার্টফোনে ইনস্টল করে ফেলুন “Tv Guide Bangladesh”। প্লে-স্টোরে অ্যপসটি খুজে বের করার জন্য সার্চ অপশনে টাইপ করুন Tv Guide Bangladesh. অথবা নিচের ডাউনলোড লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করতেপারবেন।
এখন থেকে পছন্দের প্রোগ্রাম আর হবেনা মিস! আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী কোন টিউনসে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন। ভূল ত্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অ্যপস-টি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেননা।
ডাউনলোড লিঙ্কঃ
সরাসরি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোডঅফিসিয়াল ওয়েবসাইটঃ
আমি মোঃ তুহিন খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।