আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব অসাধারণ একটি অ্যান্ডোয়েড আ্যাপ এর সাথে। যা মূলত তৈরী করা হয়েছে কৃষকদের উপকারিতার জন্য, কিন্তু চাইলে সবাই এটি ব্যবহার করতে পারে। আমরা যারা বাড়ি ঘরের ছাদে বাগান করে থাকি তাদের জন্যও এই এপটি খুবই গুরুত্বপূর্ণ।
এপটিতে সবজি-ফলমূল সহ সকল কৃষিজ কাজের সকল সমস্যার সমাধান আছে। এপটিতে রোগের ছবি দেয়া আছে যাতে যে কেউ সহজেই ফসলের রোগ ধরতে পারে এবং এর যথাযথ সমাধান করতে পারে। এতে প্রায় ১২০ টি ফসলের ১০০০টি রোগ সংক্রান্ত সমস্যা ও প্রতিকার রয়েছে। যা একজন কৃষকের সময় ও শ্রম বাচাঁতে সহায়ক ভূমিক রাখে।
অ্যাপটির নাম হচ্ছে “কৃষকের জানালা”।
গুগল প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে এই অ্যাপটি। এই অ্যাপটি সর্বশেষ ১০০০০ বারেরও বেশি ডাওনলোড হয়েছে। এর বর্তমান রেটিং 4.7। এই অ্যাপটি কৃষকের ফসলের নানা সমস্যার দ্রুত সমাধান দেয়ার একটি ডিজিটাল প্রয়াস। এটিতে মাঠ ফসল, শাক-সবজি, ফল-মূল ও অন্যান্য কারণে যেসব সমস্যা হয়, সেসব সমস্যা ও তার সমাধান যুক্ত করা আছে। প্রতিটি সমস্যার একাধিক ছবি এবং কমপক্ষে একটি প্রতিনিধিত্বপূর্ণ ছবি যুক্ত করা আছে। যাতে কৃষক সহজেই তার সমস্যাটি চিহ্নিত করতে পারে।
অ্যাপটি ডাওনলোড করতেঃ ডাওনলোড
আ্যপটি উদ্ভাবন করেছেন : কৃষিবিদ মোঃ আব্দুল মালেক কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর
এবং এপটি নির্মান করেছে “কোডেক্স সফটওয়্যার সলিউশন লিমিটেউ” নামক একটি প্রতিষ্ঠান” তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। কোনো কিছু জানতে টিউমেন্ট করুন।
আমি শরীফুল হাসান সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।