কিভাবে জানবেন আপনার অগোচরে কে আপনার মোবাইলের পাসওয়ার্ড/প্যাটার্ন খোলার চেষ্টা করছে

ধরে ফেলুন মোবাইল লক চোরকে, আর দিয়ে দিন হালকার উপর ঝাপসা কিছু উত্তম-মধ্যম যেন সে জীবনে তার নিজের মোবাইলের লকও খোলার চেষ্টা না করে। Yes, Yes, Yes, আজকে আমি “টেকটিউনস পরিবার” এর পক্ষ থেকে আপনাদেরকে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস সম্পর্কে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি সেই চোরকে ধরতে পারবেন, যে আপনার অগোচরে অথবা লুকিয়ে আপনার মোবাইলটির লক খোলতে চায় আর দেখতে চায় আপনার মোবাইলের সমস্ত ডাটা, ছবি, ভিডিও ইত্যাদি ইত্যাদি।

আমি যেই অ্যান্ড্রয়েড অ্যাপসটির কথা বলছি সেটির নাম হচ্ছে “Hidden Eye: Cathe Your Friends”। গুগল প্লেস্টোরে গিয়ে সার্চ দিলে আপনি অ্যাপসটি পেয়ে যাবেন। কিভাবে ডাউনলোড করবেন এবং ইন্সটল করবেন সেটি জানতে চাহিয়া পুষ্টদাতাকে লজ্জিত করবেন না।

ইন্সটল করার পর দেখবেন “Security Status” নামে একটি অপশন আছে, সেটিকে অন (ON) করে দিবেন এবং সবগুলো অপশন মার্ক করে দিবেন।

ব্যাস ! খেল খতম। এরপর যেই আপনার মোবাইলটি আনলক করার চেষ্টা করবে, তাকে ধরে দুনিয়া থেকে আনলক করে দিবেন। আরও বিস্তারিত জানা ও বুঝার জন্য নিচের ভিডিওটি দেখতে পারেন এবং টিওনটি / ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও নিজের মোবাইলকে  সেইফ রাখতে পারে।

ভিডিওঃ https://www.youtube.com/watch?v=vMnaEdxSdRY

আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন। আর আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সবসময় টেকনোলজির সাথে আপডেটত থাকুন।

ফেসবুক পেজ লিংকঃ  http://www.facebook.com/TechPoribar

Level 0

আমি টেক পরিবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস