সবাই কেমন আছেন ?সবার আগে বলে রাখি আমি টেকটিউনস এ নতুন।তাই কোন ভুল হলে খমার দৃষ্টি তে দেখবেন।
ধরুন আপনার একতা পিসি আছে হটাত যদি আপনার মাউস বা কি বোর্ড যদি নস্ট হয়ে যাই তাহলে কি করবেন?
চিন্তার কোন কারন নেই আপনার তো একটা মোবাইল আছে তাই না তাহলে এখন মোবাইল তাকে বানিয়ে ফেলুন মাউস।কিন্তু আপনি পারছেন না আমি আছি কি জন্য আমি সিখাব তার আগে বলে রাখি আমি ইঊতিউব এ কাজ করি আপনার চাইলে আমার চানেল টি সাবাস্ক্রাইব করে রাখতে পারেন limon360 online help zone
কি বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তো?
জাক অনেক কিছু বলে ফেললাম এখন আসি আসল কথাই।আপনার ফন কে মাউস হিসেবে ব্যবহার করার জন্য wifi mouse এই আপ্স তি দরকার।
এই আপ্পস তি সকল আনেদ্রেদ ফোনে কাজ করে
লিখে টিউন করলে অনেকের হইত বুঝতে সমস্যা হয়।টিউমেন্ট এ আজে বাজে কথা বলে তাই আপনাদের লাইভ একটা টিউটরিয়াল দিলাম দেখে নিন আসা করি সবাই বুঝতে পারবেন
যে আপ্পস লাগবেঃ
আপনার পিসির জন্য লাগবে মাউস সার্ভার নামের একটি সফটার
মোবাইল এর জন্য লাগবে wifi mouse app
এখান থেকে দাউনলড করে নিন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে
আসা করি সবার উপকার হবে
আমি লিমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।