আপনি কি গেমস খেলতে ভালোবাসেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই টিউনটি আপনার জন্য। আমরা সকলেই কম-বেশি আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিতে গেমস খেলে থাকি, গুগল প্লে-স্টোরে অনেক গেমসই আমরা ফ্রিতে পেয়ে থাকি আবার কিছু কিছু গেমস থাকে যেগুলো পেইড যা সাধারণত আমরা পে করতে হবে বলে খেলি না। এসব পেইড গেমসগুলোর মধ্যে কিছু গেমস আবার খুবই জনপ্রিয়, যেগুলোর নাম আপনি হয়তো প্রায়ই শুনে থাকবেন কিন্তু একবার টেস্ট করে দেখার সুযোগ কখনো হয়ে উঠে নি।
ইনশাল্লাহ সেই জনপ্রিয় গেমসগুলো অন্তত একবার টেস্ট করার সুযোগটি আপনি এবার পাবেন। কারণ, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য আমি আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ আপডেটেড ভার্সনের জনপ্রিয় ৫টি পেইড অ্যান্ড্রয়েড গেমস সম্পূর্ণ ফ্রিতে।
এটি একটি পাজেল গেম। এখানে গেম প্লেয়ার একজন প্রিন্সেসের লিডিং রোলে থাকে এবং বিভিন্ন প্লাটফর্মে যাওয়ার জন্য তাকে অনেকগুলো চমকপ্রদ সমস্যার সমাধান করতে হয়।
Need for Speed ই সম্ভবত সবচেয়ে জনপ্রিয় রেসিং গেম। গেমসটির প্রথম রিলিজ থেকেই এটি বিশ্বব্যাপী ঝড় তোলে এবং গেমারস লাভারদের রীতিমতো পাগলপ্রেমী করে তোলে এই গেমসটি।
এটি একটি পাজেল গেম, প্লে-স্টোরে গেমসটির সর্বশেষ আপডেট ভার্সন আসে ১৫ জানুয়ারি, ২০১৪ এবং এই পর্যন্ত এটি ৫০লক্ষ+ ডাউনলোড হয়েছে। গেমসটির নির্মাতা কোম্পানি "Fireproof Games" এই গেমসের জনপ্রিয়তা দেখে পরবর্তীতে গেমসটির আরও দুইটি সিরিজ রিলিজ করে "The Room 2" এবং "The Room 3"
এটি The Room এর সেকেন্ড সিরিজ যেখানে 3D প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
গেমসটি গুগল প্লে-স্টোরের টপ ডেভেলপারদের দ্বারা নির্মিত একটি অসাধারণ পাজেল গেম। গেমসটির অসাধারণ ইন্টারফেস আপনাকে সত্যি আকৃষ্ট করবে এবং আপনার সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করবে।
এই সবগুলো গেমস সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে।
আমি বাপি কিশোর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nice