কবিগুরু রবিন্দ্রানাথ ঠাকুর বলেছেন "আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, পরে ইংরাজি শেখার পত্তন"। এই কারণেই হয়তোবা জার্মানি, জাপান, চায়না এইসব উন্নত দেশে স্কুল থেকে ইউনিভার্সিটিতে পাঠদান হয় নিজের ভাষায়। যারা উচ্চ শিক্ষা, চাকরি নিয়ে এই সব দেশে যায় তাদের জন্য ও তাদের ভাষা শেখা জরুরি।
সেই দিক থেকে আমরা বাঙ্গালিরা অনেক পিছিয়ে, আজকাল ইংরাজি বলতে পারাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ভুলে যাই জ্ঞান অর্জনে মাতৃভাষায় কোন বিকল্প নেই। বাংলা ভাষা নিয়ে ডিজিটাল বিশ্বে খুব কম কাজ ই হয়েছে। একদম যে হয় নাই তা না। আপনি গুগলে বাংলা লিখে সার্চ দিলেই বুঝতে পারবেন আমরা বাঙ্গালিরা বাংলা ভাষাটাকে কি বানিয়ে ফেলেছি। "মা" লিখে সার্চ দিলে সার্চ এর রেজাল্ট দেখে মরে জেতে ইচ্ছা করে। Google Playstore এ টপ ডাউনলোড অ্যাপ লিস্ট দেখলে বোঝা যায় আমরা, আমাদের ডিজিটাল যুগের জেনারেশন কি নিয়ে আছে। টপ ১০০ টা অ্যাপের মাঝে কমপক্ষে ৪০ টা পাবেন বাংলা চটি নিয়ে আপস। এই সব জিনিশ কোনভাবেই ভালো লক্ষণ না। আমাদেরই এগিয়ে আস্তে হবে সামাজিকতার এই অবক্ষয় রোধ করতে।
যাক অনেক আজাইরা পেঁচাল পারলাম। এবার একটা পসিটিভ কথা বলি। আমরা হয়ত ইংরাজি উইকিপিডিয়া এর নাম জানি, অনেকেই হয়ত ব্যবহার ও করেছি। কিন্তু বাংলাপিডিয়া এর নাম কয় জন জানি? বাংলাপিডিয়া হল উইকি পিডিয়ার বাংলা ভার্সন। যেকোনো তথ্য বাংলায় বিস্তারিত পড়তে চাইলে এখানে পরা যায়। এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশান, যা গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওউয়া যায়। এটার লিঙ্ক দেয়া হলঃ
Name : BanglaPedia (বাংলাপিডিয়া)
App Size : 7 MB
ডাউনলোড Link: banglapedia
এটার ব্যবহার বিধি এবং ফটো দেয়া হলঃ
এটা হল হোম পেইজ। এখানে ৩০ তার মতো সবচেয়ে পপুলার বাক্তি, ঘটনা অথবা বিখ্যাত কিছুর লিস্ট দেয়া থাকে, জাতে ক্লিক করলে বিস্তারিত পড়তে পারবেন। বিস্তারিত এখানে ঃ
হোম স্ক্রীন এ একটা সার্চ অপশন আছে, আপনি যে কোন কিছু এখানে সার্চ করতে পারবেন। সার্চ রেসুলত এই রকম হবে ঃ
সার্চ এর রেসুলত এ ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন। যে পেইজ গুলো আপনি ভিসিট করবেন আপনি সব কয়টাতে Favorite অপশন আছে, আপনি চাইলে অই লিঙ্কটা এটার মাধ্যমে সেভ করে রাখতে পারেন পরবর্তীতে পরার জন্য।
Favorite লিস্ট হবে এই রকম
আবার হোম স্ক্রীন এর নিছে ডান পাশে একটা গ্রাফ আইকন আছে, এখানে ক্লিক করে আপনি পেতে পারেন টপ লিঙ্ক, যেখানে বিখ্যাতদের লিস্ট জা অন্যান্য মানুষ বেশি বেশি খোজে। এটার স্ক্রীন এই রকমঃ
আবার কোন টিউন পরার পর ভালো লাগলে ফেইসবুক, WhatsApp, IMO, Messanger, mail এ পরিচিত মানুষজনকে লিঙ্কটি পাঠাতে পারেন। যাই হোক, অনেক বিফলতার মাঝে এই ক্ষুদ্র পদক্ষেপই হয়ত আমাদের নিয়ে যাবে কয়েক কদম এগিয়ে। আসুন আমরা নিজের ভাষা, মাতৃভাষাকে না ভুলে এটাকে কিভাবে আমাদের মাঝে লালন করা যায় টা নিয়ে আলোচনা করি। আসুন সচেতন হই ভাষার মর্যাদা রক্ষার জন্য।
অ্যাপটির ডাউনলোড লিঙ্ক নিম্নরূপ:
Name : BanglaPedia (বাংলাপিডিয়া)
App Size : 7 MB
ডাউনলোড Link: banglapedia
বানান ও ভাষার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে
আমি সাজেদুল কারিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু বাংলাপিডিয়া নামে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অলরেডি একটা বইয়ের সংকলন আর সফটওয়্যার আছে বাংলাপিডিয়া নামে। সুতরাং এই নামে দিতে গেলে ওরা কিন্তু কপিরাইট আইনে ঝামেলা করতে পারে। “বাংলা উইকিপিডিয়া” এই নামে দিন