Computer ছাড়া android app বানান android ফোন দিয়া কোডইং দ্বারা।

সর্ব প্রথম মহান রাব্বুল আলামীন এর কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাকে এই টিউনটির সকল বিষয় জানার ও লিখার জন্য বুদ্ধি দিয়েছেন আলহামদুলিল্লাহ্‌।

যারা android application বানাতে চান তারা হয়তো জানেন android Studio দিয়া android application বানানো হয় এর জন্য দরকার Computer। কিন্তু আপনি কি জানেন Computer ছাড়া android application বানানো যায় ?

android application বানানোর জন্য android ফোন এ যথেষ্ট আর তার জন্য যে application ব্যবহার করবেন তার নাম AIDE. এই application দিয়ে সহজে android application বানানো যায়।

এই application দিয়ে android application বানানোর নিয়ম:

১)New project >>New android app এ ক্লিক করুন।

২) এর পর আপনার কোড গুলা লিখুন।

৩)আপনি যদি কোডিং না জানেন তবে গুগল থেকে একটি android project download করে নিন এবং তা unzip করুন। unzip জন্য Es File Explorer সবচেয়ে ভালো।

৪) এর পর unzip করা project টি ওপেন করতে হবে।ওপেন করার জন্য unzip করা project এর যে কোন ফাইল এ ক্লিক করুন ক্লিক করার পর Aide তে ক্লিক করুন।

৫) অ্যাপ টি রান করে দেখতে Play icon এ ক্লিক করুন।

৬) আর অ্যাপ পাবলিশ করার জন্য : menu>> More>>Project..>>Publish project এ ক্লিক করুন এর পর অ্যাপ এএর নাম দিয়া Export এ ক্লিক করুন সর্বশেষ key store তৈরী করুন যদি না করা থাকে আর করা থাকলে password দিয়ে ok দিন। বেস আপনার অ্যাপ হয়ে যাবে। অ্যাপ পাওয়া যাবে App project ফোল্ডার এ।


AIDE App এর ডাউনলোড লিংক https://play.google.com/store/apps/details?id=com.aide.ui

আল্লাহ্‌ যদি তোফিক দেয় তাহলে আমার পরের টিউন হবে কি ভাবে নষ্ট ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করবেন।

Level 1

আমি ওসমান গনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যা জানি তা সবাই কে জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস