Android App দিয়ে তৈরী করুন নিজস্ব এসএমএস Gateway System

অনেক সময় আমরা bulk এসএমএস ব্যবহার করে আমাদের ওয়েব সাইটে এসএমএস verification সিস্টেম করে থাকি,আবার অনেকে bulk এসএমএস ব্যবহার করে বিভিন্ন নাম্বার এ এসএমএস পাঠিয়ে বিভিন্ন ব্যবসার প্রচার করে। এই কাজ গুলাই আমরা অন্যের এসএমএস Gateway ব্যবহার করি।

কিন্তু আপনি চাইলে আপনার Android Phone দিয়ে Websms অ্যাপ ব্যবহার করে এই এসএমএস Gateway তৈরী করতে পারেন। 

যে ভাবে Websms App সেটআপ করবেন :

  • ধাপ 1. Websms ইনস্টল করুন >> খুলুন
  • ধাপ 2. url বাক্সে আপনার ওয়েব পেজ url লিখুন (উদাহরণ: mysite.com/websms.php) এর পর Save দিন
  • ধাপ 3. Help বোতাম ক্লিক করুন>> বক্স থেকে php কোড কপি।
  • ধাপ 4. আপনার ওয়েব সাইট Cpanel যান >> ফাইল ম্যানেজার >> নতুন ফাইল তৈরি "websms.php"।
  • ধাপ 5. ফাইল ম্যানেজার থেকে "websms.php" খুলুন এবং আপনার পিএইচপি কোডটি দিয়ে পেস্ট করুন >> সেভ করুন
  • ধাপ 6. Websms অ্যাপ্লিকেশন থেকে Start বোতাম ক্লিক করুন

এখন আপনি yoursite.com/websms.php থেকে এসএমএস পাঠাতে পারেন। বুজতে যেন সমস্যা না হয় তাই Screenshort দিলাম


Playstore অ্যাপ লিংক

https://play.google.com/store/apps/details?id=com.foorticlub.websms

এই টিউন দিয়ে আপনার উপকার হলে আমার টিউন সার্থক।

Level 1

আমি ওসমান গনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যা জানি তা সবাই কে জানাতে চাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভালো লেগেছে আপনার এই পোস্ট টা…আচ্ছা এই জিনিষ টাই 3G মডেম দিয়ে করা জায়না? আমরা মডেম এর ভিতরে সিম ঢুকিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি এই মডেম টাই এসএমএস Gateway system বানানো সম্ভব?

error দেখাচ্ছে, Connection failed: Access denied for user ‘char’@’localhost’ (using password: YES)