আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন। এটা টেকটিউনস এ আমার প্রথম টিউন।আশা করি সবাই উপকৃত হবেন।
আমরা বিভিন্ন English Movie তে অসাধারন Special Effect এর ব্যবহার দেখতে পাই। আমরা চাইলে এখন আমাদের স্মার্টফোন দিয়ে এমন Super Special Effect অ্যাড করতে পারব যে কোন ভিডিও তে। জ্বী হ্যা বন্ধুরা আপনারা ঠিক ই শুনছেন Android মোবাইল দিয়ে video তে special effect add করা সম্ভব।
আপনার কোন কষ্ট করার প্রয়োজন নাই। খুব সহজেই আপনি ভিডিও Edit করতে পারবেন। নিচের ভিডিওটিতে সকল কথা বিস্তারিত ভাবে খুব সহজ ভাবে বোঝানো আছে, যা এই টিউন এ লিখে বোঝান সম্ভব না, তাই কেউ ভুল না বুঝে ভিডিও টি দেখুন। নিচে video link দিলাম।
ভিডিওটিতে আপনাদের আমি দেখাব কিভাবে Video Edit করবেন এবং এজন্য আপনাদের যে app এর প্রয়োজন হবে apps গুলো আপনারা কোথাই পাবেন।
আজকের এই video তে দেখবেন সেরা ৫ টি Android App যা দিয়ে অসাধারন video effect বানাতে পারবেন। Top 5 Android Apps For Special Effects in your video.
সবাইকে ধন্যবাদ।
ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
খোদা হাফেজ।
আমি আব্দুল্লাহ আল মান্নান রিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা জানি তা অন্যকে জানাতে পারলে নিজের কাছে ভাললাগে।