ডাউনলোড করে নিন আপনার ফোনের জন্য সেরা কিছু মোডেড অ্যাপস!

সবাইকে শুভেচ্ছা। এটা আমার ২য় টিউন।

আমরা মোবাইলে অনেক ধরনের অ্যাপস ব্যবহার করি। এর ভিতর অনেক অ্যাপস পেইড। আবার অনেক গেমস ও টাকা দিয়ে কয়েন কিনতে হয়। বাংলাদেশে আমরা যে অবস্থায় আছি,  টাকা দিয়েই তো ইন্টারনেট চালানো অনেক, আবার টাকা দিয়ে অ্যাপস কেনা তো অনেক দূরে!

তাই আমরা অনেকেই, পেইড অ্যাপস চালানোর জন্য ব্লাকমার্ট ইউজ করি। কিন্তু এর প্রধান অসুবিধা হলো, এ অ্যাপস দ্বারা ডাউনলোডকৃত অনেক পেইড অ্যাপস মোবাইলে চালানো যায় না, ধরা খেয়ে যায়। আবার অনেক অ্যাপস চালু করতে ইন্টারনেট কানেকশন লাগে। ইন্টারনেট কানেক্ট করে অ্যাপস ওপেন করতেই ধরা! আর অ্যাপস চালানো যায় না। এজন্য আমরা অনেকে মোডেড অ্যাপস ইউজ করে থাকি। কিন্তু, মোডেড অ্যাপস সহজে সহজলভ্য নয়। একটা অ্যাপস এর মোডেড খোঁজার জন্য অনেক ওয়েবসাইট ঘুরতে। অনেক সময় নষ্ট করতে হয়। বিভিন্ন ওয়েবসাইটে অ্যানয়িং অ্যাডস, সার্ভে, তারপর আবার ক্লাউড স্টোরেজ থেকে ডাউনলোড করতে কত ঝামেলা! যারা দেখেছেন তারাই বলতে পারবেন। আবার আপনি সবসময় আপডেট পেতে নাও পারেন।

তাই আমি অনেক ওয়েবসাইট খুজে অ্যান্ড্রয়েড ফোনের জন্য কিছু অ্যাপস সংগ্রহ করেছি, আশা করি আপনাদের কাজে লাগবে। আর হ্যা, এ অ্যাপস গুলা কোনো সমস্যা নেই। লাইসেন্স অলটাইম ঠিক থাকবে, যতই ইন্টারনেট কানেক্ট করেননা কেন। অনেক অ্যাপস জটিল ক্লাউড স্টোরেজ এ আপলোড করা।  ওসব সোর্স থেকে ডাউনলোড করতে জান বের হওয়ার মত অবস্থা। তাই ওসব ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে Zippyshare এ আপলোড করে দিসি যাতে আপনারা সহজেই ডাউনলোড করতে পারেন। প্লে স্টোরে বর্তমান মূল্যও দিয়েছি।

OfficeSuite PDF Editor 9.0.8800 Premium Mod Apk ( Play Store - ১২০০ টাকা)

অনেকেই মোবাইলে Document, Power point, PDF ইত্যাদি দেখা ও তৈরি করার জন্য এ অ্যাপটি ইউজ করেন। আবার এটির প্রো ফিচারগুলো টাকার জন্য কিনতে না পেরে অন্য অ্যাপস ইউজ করেন। তাই নিয়ে এলাম এর সম্পূর্ণ মোডিফাইড ভার্সন। সকল প্রো ফিচার সহ। এখনই ডাউনলোড করে  নিন।

http://www118.zippyshare.com/v/Wg44fuzy/file.html

SD Maid Pro v4.6.4 Patched APK ( Play Store - ২৭৭.৩ টাকা)

অ্যান্ড্রয়েড ফোনের অন্যতম সেরা ক্লিনিং অ্যাপ। আমি ব্যক্তিগত ভাবে নিজে এটি ব্যবহার করি। এটার সবথেকে বড় বিশেষত্ব হল, এটি ফাইল ফিল্টার করে। এরপর শুক্ষ জাঙ্ক ফাইল ও অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করে। তাই, এই অ্যাপস দ্বারা অপ্রয়োজনীয় ফাইল হারানোর কোনো ভয় নেই। এছাড়া ডুপ্লিকেট ফাইল  ডিলটি, কর্পস ফাইন্ডার সহ গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

ডাউনলোড লিংক:

http://www5.zippyshare.com/v/k54b9SYn/file.html

Puffin Browser Pro v6.0.7.15747 Cracked APK ( Play Store - ৩২০ টাকা)

পাফিন ব্রাউজার প্রো এর ব্যাপারে না বললেই নয়, এটি প্লে স্টোরের অন্যান্য ব্রাউজার থেকে সবথেকে র্ফাস্ট এবং অনেক ধরনে ফিচার্স রয়েছে, এ ব্যাপারে অনেকেই জানেন। আর প্রো ফিচার্স এর কথা নাই বা বললাম। এখনই ফ্রি তে নামিয়ে নিন।

ডাউনলোড লিংক:

http://www66.zippyshare.com/v/Kl0e6hxt/file.html

SnapTube-VIP-v4.18.1.8812

ইউটিউব সহ বিভিন্ন ওয়েবসাইট থেকে দ্রুত গতিতে ভিডিও ডাউনলোড করার অন্যতম সেরা অ্যাপস। মোড ভার্সন। কোন অ্যাড বিহীন এবং হাইলি কনফিগার করা।

ডাউনলোড লিংক:

http://www39.zippyshare.com/v/hylRHLSK/file.html

Nova Launcher Prime v5.1Beta 2 Cracked APK + Color Mod+ Tesla Unread 5.0.8 APK ( Play Store - ৪০৪.৪৪ টাকা)

যারা, নোভা লান্চার প্রেমী, কিন্তু  ফ্রি ভার্সনে অনেক ফিচার্স মিস করেছেন তাদের জন্য। অন্যতম সেরা লান্চার এবং সাথে সক প্রাইম ফিচার্স যা আপনার ফোনকে পুরোপুরি বদলে দিবে! এতদিনের মোবাইলটি কয়েক সেকেন্ড এর জন্য  বদলে ফেলুন। মোবাইলের Performance এ তেমন প্রোভাব ফেলে না।

http://www66.zippyshare.com/v/KFSryYTf/file.html

CCleaner v1.17.66 Mod APK [Professional]

সি সি ক্লিনার সম্পর্কে তো সবাই জানেন। অ্যান্ড্রয়েড ফোনের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্লিনিং অ্যাপস। সাথে সকল প্রো ফিচার্স।

http://www20.zippyshare.com/v/BRyhfbto/file.html

ES File Explorer Pro v1.0.8 Cracked APK + Mod APK + Themes ( Play Store - ২৫০ টাকা)

ই এস ফাইল ম্যানেজার প্লে স্টোরের অন্যতম গুরুত্বপূর্ণ ফাইল ম্যানেজার। কিন্তু ফ্রি ভার্সনে অনেক ফিচার্স লক হয়ে থাকে। তাই নিয়ে নিন প্রো ভার্সন সম্পূর্ণ ফ্রি তে, আর দেখবেন এরমত অসাধারন ফাইল ম্যানেজার আর হয় কি না!

http://www105.zippyshare.com/v/kGd5yny7/file.html

ZArchiver Pro v0.8.4 build 8425 Cracked APK ( Play Store - ১২১.৫৮ টাকা)

অন্যতম দ্রুততম জিপ ফাইল এক্সট্রেটর। প্রো ভার্সনে আরও অনেক ফিচার্স।

http://www114.zippyshare.com/v/XdTSFgoE/file.html

Bitdefender Antivirus Premium 

পিসি ম্যাগ, এ ভি টেস্ট সহ বিভিন্ন ওয়েবসাইটে সবথেকে সেরা অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখন মোবাইলে! তাও প্রিমিয়াম ভার্সন, সম্পূর্ণ ফ্রি তে!

http://www42.zippyshare.com/v/IZCQZlgN/file.html

GO Launcher Z Prime v2.18 build 546 Cracked APK ( Play Store - ৪৮৫.৫৯ টাকা)

অত্যন্ত জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড Launcher। সম্পূর্ণ মোডেড। সকল প্রো ফিচারস্ সহ। যদি আগে কখনো না ব্যবহার করে থাকেন, তাহলেও একবার ব্যবহার করে দেখুন, কত সুন্দর একটি Launcher!

http://www19.zippyshare.com/v/9vWYaVrv/file.html

Spheroid Icon 1.6.0 Apk ( Play Store - ৯0 টাকা)

অনেক সুন্দর একটি আইকন প্যাকেজ। আপনার ফোনের চেহারাই পাল্টে দিবে। একবার ইনস্টল করে দেখুন! promise, মোবাইল এর নতুন appearance এ মুগ্ধ হয়ে যাবেন! প্লে স্টোরের এর বর্তমান মূল্য ৯0 টাকা (বাংলাদেশি মূ্ল্যে)!

http://www32.zippyshare.com/v/GESnvQhf/file.html

SuperSU v2.79 SR4 Cracked APK [Pro Version] ( Play Store - ২৪২ টাকা)

রুট ইউজাররা এই অ্যাপটার প্রয়োজনীয়তা সম্পর্কে ভালোই জানেন। নামিয়ে নিন সম্পূর্ণ প্রো ফিচার সহ।

http://www59.zippyshare.com/v/LIeONRK3/file.html

 

উপরের সকল অ্যাপস আপনাদের প্রয়োজন নাও লাগতে পারে। আর আপনাদের মোডেড অ্যাপস প্রয়োজন আমাকে বলতে পারেন। বলার জন্য টিউমেন্ট করুন। আমি সেগুলো খুঁজে আরেকটি টিউন করব।

নতুন হিসেবে নিজের সর্বোচ্চ করার চেষ্ট করছি, এবং করে যাবো ইনশআল্লাহ্। তাই, ভুল হলে ক্ষমা প্রার্থী। সবাইকে আবারো শুভেচ্ছা।

Level 0

আমি আবদুল্লাহ্ আল আরাফ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় আবদুল্লাহ্ আল আরাফ জয়,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

যেকোনো বাংলা বই ফ্রি ডাউনলোড করুন এই সাইট থেকে ৷ প্লিজ একবার ঢুকুন ! – http://www.banglaebooks24.com

চখাম টিউন

SnapTube VIP App টা বেশ ভালো, অনেক দিন ধরে ব্যবহার করি

বন্ধু, Snaptube অ্যাপ্লিকেশন এখন আপডেট করা হয়। আপনি সর্বশেষ সংস্করণ জন্য আমাদের অফিসিয়াল পাতা চেক করতে পারেন। এছাড়াও আমরা আমাদের সাইটে সব Snaptube Old Version Download আছে।

ধন্যবাদ। করেছি। অনেক ভালো লেগেছে।