কেমন আছেন সবাই,আসাকরি সবাই ভালো আছেন।আমার ২য় টিউনে সবাইকে স্বাগতম। এবার মূল কথায় আসা যাক। কেমন হবে যদি কেউ আপনার এন্ড্রয়েড ফোনে ভুল পাসওয়ার্ড দিয়ে লক খোলার চেষ্টা করে আপনার ফোন অটোমেটিক তার ছবি তুলে ফেলবে। এ কাজটি করার জন্য আমাদের একটি সফট্ওয়্যার প্রয়োজন যার নাম Third Eye.
১.ভুল পাসওয়ার্ড/পিন দিয়ে লক খোলার চেষ্টা করলেই আপনার ফোন তার ছবি তুলে রাখবে।
২.সর্বশেষ কখন আপনার ফোন আনলক করা হইছে তা জানতে পারবেন।
৩.কতবার লক খোলার চেষ্টা করছে তা জানতে পারবেন।
এ কাজটি করার জন্য প্রথমে অ্যাপ্সটি ডাওনলোড করে নিন।
এখন অ্যাপ্সটি ইনস্টল করে ওপেন করুন।
এরকম আসবে তারপর Active করে দিন।
এরপর Permit Over Other Apps অন করে দিন।
এখন ১-স্টেপ বেক(1 step-back) আসুন এরকম পেজ আসবে।
১.Intruder Detection টা অন দিন। ব্যাস আর কিছু করতে হবে না এখন অ্যাপ্স থেকে বেরিয়ে পরুন আর ভুল পাসওয়ার্ড লক খোলার চেষ্টা করুন দেখুন আপনার ফোন অটোমেটিক ছবি তুলে ফেলবে।
২.Number Of Unlock Attempts : কয়বার ভুল পাসওয়ার্ড দিলে আপনার ফোন ছবি তুলবে তা নির্ধারন করে দেওয়া।
৩.Last Unlock Time : সর্বশেষ কখন আপনার ফোন আনলক করা হয়েছে তা এর মাধ্যমে জানতে পারবেন।
৪.Photo Log - এ ছবিগুলো জমা থাকবে।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন,কোথাও কোনো সম্যসায় পড়লে টিউমেন্টে জানাবেন। কেউ যদি এভাবে না পারেন ভিডিও দেখুন।
ভিডিও
আমি আবির। Founder, EEE INFO BD বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।