৬ টি বৈধ উপায়ে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করুন পেইড অ্যানড্রয়েড অ্যাপ

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আপনি কি ফ্রিতে অ্যানড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য এই টিউনটি পড়া শুরু করেছেন? উত্তর হ্যাঁ হলে পড়তেই থাকুন। 😛 একটি অ্যানড্রয়েড ফোন যে এই যুগে যে কারো জন্য একটি সেরা সঙ্গী এটি কেউ অস্বীকার করবে না। সেরা সঙ্গী? জ্বি হ্যাঁ সেরা সঙ্গী। আমরা ফোন কল করা, ভয়েস বা ভিডিও চ্যাট করা, ছবি তোলা, ভিডিও দেখা কিংবা গেম খেলা ছাড়াও কিন্তু অনেক কাজ করে থাকি হাতের মুঠোর মধ্যে থাকা এই ফোনটি দিয়ে।

যদিও অনেক ইনবিল্ট অ্যাপ আমাদের ফোনে আগে থেকেই ইনস্টল করা থাকে। তবুও আমাদের অনেক থার্ডপার্টি অ্যাপের দরকার হয়। এই অ্যাপগুলো সচারাচর আমরা ফ্রিতেই পেয়ে থাকি। কিন্তু ফ্রি অ্যাপের একটা বিশেষ সুবিধা আছে আর তা হল এটি বিজ্ঞাপণ দেখাতে দেখাতে ব্যবহারকারীকে অতিষ্ঠ করে তুলে। আরেকটা কুখ্যাত সুবিধা হল থার্ড পার্টি এমন অনেক অ্যাপই আছে যেগুলোর কিছু অ্যাডভান্স ফিচার ব্যবহার করতে হলে অর্থ গুনতে হয়।  😥

এইতো টাকা পয়সার হিসেব শুরু। তো বিজ্ঞাপণ মুক্ত ও সম্পূর্ণ সকল ফিচার সমৃদ্ধ থার্ডপার্টি অ্যাপ যেহেতু ফ্রিতে পাওয়া যায় না। তাই অনেকেই পেইড অ্যাপের দিকে ঝুঁকে। কিন্তু কথা হল বেশির ভাগ ব্যহারকারীই অর্থ খরচ করে অ্যাপ ইউজ করতে নারাজ। এখন তাহলে যে বিষয়টা সামনে আসছে তা হল কিভাবে ফ্রিতে এই সকল সুযোগ সুবিধা উপভোগ করা যাবে। তো এই টিউনে আমি বেশ কিছু বৈধ উপায় বলে দিচ্ছি যাতে করে আপনি পেইড অ্যানড্রয়েড অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারেন। 😯

App Of The Day

App of the day: এটি একটি অ্যাপ যেটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তারপর এই অ্যাপের মাধ্যমে আপনি প্রতিদিন একটি করে পেইড অ্যাপ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

 

Google Opinion Rewards app

Google Opinion Rewards app: এটি গুগল ইনকর্পরেশনের ভেরিফাইড অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে ক্রেডিট ব্যালেন্স জমাতে পারবেন যে ক্রেডিট দিয়ে পরবর্তিতে পেইড অ্যাপ কিনতে পারবেন। অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করার পর বিভিন্ন সার্ভের উত্তর দিয়ে ফ্রিতে ক্রেটিট জমাতে পারবেন।  সার্ভেগুলো আপনাকে সাপ্তাহিকভাবে দেয়া হবে। প্রতি সার্ভের জন্য ক্রেটিট রেট প্রতি সার্ভের জন্য সর্বোচ্চ $1 ডলার পর্যন্ত। সার্ভেতে আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে যেমন, "কোন লোগোটি সেরা?" ইত্যাদি টাইপের।

 

Freapp – Free Apps Daily

Freapp – Free Apps Daily: এটি একটি অ্যাপ যেটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে। তারপর এই অ্যাপের মাধ্যমে আপনি প্রতিদিন একটি করে পেইড অ্যাপ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অনেকটা অ্যাপ অফ দ্যা ডে-এর মত।

 

Play Store Sales

Play Store Sales: এটি এমন একটি ওয়েব সাইট যেখানে আপনি পেইড অ্যাপ ফ্রিতে পাবেন। তবে ইচ্ছেমত অ্যাপ পাবেন না। তাই মাঝে মাঝেই চোখ রাখতে হবে সাইটে যে কখন কোনটি পেইড অ্যাপ বা গেম চলে এসছে। চাইলে ওয়েবসাইটটি আপনি বুকমার্ক করে রাখতে পারেন।

 

Google Free App of the Week

Google Free App of the Week: গতবছর গুগল অ্যাপ অফ দ্যা উইক নামে নতুন একটি ফিচার প্লেস্টোরে যোগ করেছে যেখানে প্রতি সপ্তাহের সেরা পেইড অ্যাপটি ফ্রিতে ইনস্টল করা যাবে। এটি এখনও পরীক্ষামূলক আছে। তাই সব ইউজাররা দেখতে পাবেন না। এটি আছে প্লেস্টোরের ফ্যামিলি সেকশনে। সো, ভিজিট করতে থাকুন প্রতিদিন, ভাগ্যবান হলে পেয়েও যেতে পারেন আপনি।

উপরোক্ত যে কোন অংশ বুঝতে কিংবা কাজ করতে গিয়ে যদি কোন প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না যেন। তো পরিশেষে কেমন লাগল আজকের টিউনটি? যদি টিউনটি ভাল লেগে থাকলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। টেকটিউনসের সাথে মেতে থাকুন প্রযুক্তির সুরে। 🙂

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লিখেছেন। তবে Google Opinion Rewards অ্যাপটি এখনো বাংলাদেশে এভেইলেবল না যতদূর আমি জানি। ভিপিএন দিয়ে ব্যাবহার করতে হয়।

যেকোনো বাংলা বই ফ্রি ডাউনলোড করুন এই সাইট থেকে ৷ প্লিজ একবার ঢুকুন ! – http://www.banglaebooks24.com

App of the day ছাড়া আর কোন অ্যাপ তেমন কার্যকর না। তবুও সুন্দর ভাবে গুছিয়ে টিউন করেছেন। আশা করি টিমে দিনগুলো ভালো কাটবে।

    কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার উৎসাহমূলক টিউমেন্টের জন্য। টেকটিউনারসরা আপনাকে খুব মিস করে ভাই।

বেশ ভালো মানের একটা টিউন।