খেলা,খবর বা টিভির অনুষ্ঠান লাইভ দেখুন আপনার মোবাইলে

সবাইেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। কাজের চাপে ঘরের বাইরে থাকাই আমার মতো অনেকেরই গুরুত্বপূর্ণ খেলার ম্যাচ, খবর অথবা টিভির অনুষ্ঠান দেখা হয় না। এ সমস্যা সমাধানের জন্য আজ একটি অ্যাপস আপানাদের কাছে শেয়ার করছি।

অ্যাপস এর নামঃ BD TV Recorder with Multi Broadcast

অ্যাপস এর সুযোগ-সুবিধাঃ

১)  লাইভে টিভি দেখাঃ এটি দিয়ে যে কোন সময় যে কোন টিভির অনুষ্ঠান লাইভ দেখা যাবে।

লাইভে টিভি দেখুন
লাইভে টিভি দেখুন

২) মালটিব্রডকাস্টিংঃ  একজনের মোবাইলে ইন্টারনেট এর ডাটা অন রেখে বাকিরা(যাদের ইন্টারনেট নেই) সবাই তার সাথে  হটস্পট এ কানেক্ট থাকলে তারাও একই খেলা, খবর বা টিভির অনুষ্ঠান লাইভে দেখতে পারবে।

একজনের শুধুমাত্র ইন্টারনেট খরচ হবে বাকিরা ফ্রীতে লাইভে টিভি দেকতে পারবে
একজনের শুধুমাত্র ইন্টারনেট খরচ হবে বাকিরা ফ্রীতে লাইভে টিভি দেকতে পারবে

৩) মেমরিতে রেকর্ডঃ আমি যা দেখবো তা মোবাইল এর মেমরিতে রেকর্ড হয়ে থাকবে। যেমন ভাল ভাল ক্রিকেট বা ফুটবল ম্যাচ রেকর্ড হয়ে থাকলেতো ভালই হয়, যতবার খুশি ততবার দেখা যাই।

মোবাইল এর মেমরিতে রেকর্ড হয়ে থাকবে
মোবাইল এর মেমরিতে রেকর্ড হয়ে থাকবে

তাহলে আর দেরী কেন ? এখনই ডাউনলোড করে নাও এখান থেকে--->>ডাউনলোড অথবা Play Store এ সার্চ দিন BD TV Recorder With Multi Broadcast লিখে।

সার্চ দাও BD TV Recorder With Multi Broadcast লিখে।
সার্চ দিন  BD TV Recorder With Multi Broadcast লিখে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Level 0

আমি রাহাত হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় রাহাত হাসান,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।

আমি সাবমিট করেছি।ধন্যবাদ