টেকটিউনস এর অত্যাধুনিক ও Cutting Edge অফিসিয়াল Android App এখন Google Play Store এ!!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস এর অফিসিয়াল Android App এখন Google Play Store এ!! এখনই ইন্সটল করুন আপনার স্মার্ট ফোনে আর উপভোগ করুন টেকটিউনসের ব্যান্ড নিউ অফিসিয়াল Android App.

টেকটিউনস এর অফিসিয়াল Android App এর মাধ্যমে আপনি

  • নতুন টিউনার হিসেবে রেজিস্টার করতে পারবেন।
  • নতুন টিউন পড়তে পারবেন।
  • টেকটিউনস ডিসকভার সেকশন থেকে নতুন নতুন টিউন আবিস্কার করতে পারবেন।
  • সকল টিউনারদের টিউনারর পাতা ভিজিট করে সকল টিউন পড়তে পারবেন।
  • নতুন টিউন প্রকাশ করতে পারবেন।
  • আপনার টিউনার ফটো আপলোড ও পরিবর্তন করতে পারবেন।

এছাড়া আরও সব কিছু করতে পারবেন।

টেকটিউনস এর ব্যান্ড নিউ অফিসিয়াল অ্যাপটা পাওয়া যাবে এখানে

https://play.google.com/store/apps/details?id=com.techtunes.app

অথবা Play Store এ সার্চ দিন Techtune Inc লিখে।

ইন্সটল করুন আপনার প্রিয় স্মার্ট ফোনে আর টেকটিউনস এর সাথে থাকুন।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এপ্প থেকেই কমেন্ট করছি। খুব একটা ভালো এক্সপেরিয়েন্স হলো না। নিজের প্রোফাইল পিক নাই। এত্তো বড় বড় এড সত্যিই বেমানান। লিমিটলেস বিজ্ঞাপন। উপরের আইকন গুলো এত্তো ছোটো, সত্যিই অদ্ভুত লাগে।

কিছু আপডেট করা লাগবে যেমন ধরুন বড় বড় এড ব্যানার গুলো ছোট আকারে নিয়ে আসতে হবে । একটু ভিন্ন ভাবে লোড নেবে । তা ছাড়া খুব ভালই হয়েছে । আশা করি আপডেট করবেন । <3

*নতুন টিউনার হিসেবে রেজিস্টার করতে পারবেন।
*নতুন টিউন পড়তে পারবেন।
*টেকটিউনস ডিসকভার সেকশন থেকে নতুন নতুন টিউন আবিস্কার করতে পারবেন।
*সকল টিউনারদের টিউনারর পাতা ভিজিট করে সকল টিউন পড়তে পারবেন।
*নতুন টিউন প্রকাশ করতে পারবেন।
*আপনার টিউনার ফটো আপলোড ও পরিবর্তন করতে পারবেন।

/// Features গুলা ভাল লাগলো………।

দয়া করে Thumbnail ar size টা Automatic করে দিন। এর জন্য পোষ্ট করতেই ভালো লাগে না।

    অটোমেটিক বলতে?

      আপনি ট্রিকবিডিতে যান (Wordpess Tune mod)
      এখানে যে কোন সাইজের ছবি দিলে হয়। কিন্তু টেকটিউনসে এক নির্দিষ্ট সাইজের ছবি দেয়া লাগে!

      আমি মোবাইল ফোন দিয়ে পোষ্ট করি। এখন সাইজ নির্ধারণ করতে হলে অনেক ঝামেলা হয়। এ ছাড়া নির্ধারণ করলেও অনেক সময় হয় না!

      তাই বলছিলাম যে, এই সিস্টেমটি উঠিয়ে নিলে ভালো হয়।
      (আপনি Trickbd.com এ গিয়ে দেখে নিতে পারেন।)

        আপনি টেকটিউনসে থাম্বনেইল ছাড়াও টিউন করতে পারবেন।

          কিন্তু পোষ্ট সুন্দর দেখাবে না?

          আপনারা যদি এটি ঠিক করেন, আমার মনে হয় টিউনারের সংখ্যা বৃদ্ধি পাবে। অনেকেই আছে এই ঝামেলা সহ্য করতে পারে না।

          এখন আপনারা যদি এটি ঠিক না করেন, তবে বিদায়। আর পোষ্ট করতে পারব না এর জন্য।

            আপনি টেকটিউনসে থাম্বনেইল ছাড়াও টিউন করতে পারবেন।

        তবে থাম্বনেইল ছাড়া টিউন করলে আপনার টিউন ভালো ভিউ পাবে না।

      আর টিউনে যদি Maximum Word থাকে তা হলে আমার এক পর্ব ভিত্তিক পোষ্ট করতে পারব না, কারণ এটি একটু বেশিই লম্বা!

      এর আগে Thumbnail System টা ঠিক করলে ভালো হয়।

        আপনি টেকটিউনসে থাম্বনেইল ছাড়াও টিউন করতে পারবেন। নির্দিষ্ট ওয়ার্ড কাউন্ট ছাড়াও টিউন করতে পারবেন। টেকটিউনসে স্ট্যাটাস আপডেট, লিংক শেয়ার এর অপশন যুক্ত হয়েছে। নতুন টিউন এ ক্লিক করলে সব অপশন পাবেন।

Play store এ সবার মন্তব্য দেখলে মথাই নষ্ট,,,, আজে বাজে মন্তব্য,,, সতি্্য‌ই তো এতো এ্যাড, খুবই slow, অনেক loading, নেট loading দিতে দিতে half net ses,,, জনগনের জন্য অন্তত কিছু update den,, laps, slow, ad, loading, overcharged net,, aigula chai na…